TRENDS
Advertisement

৯০-র দশকের নস্টালজিয়াকে সঙ্গি করে বাজারে ফিরছে টাটার নতুন EV, দাম কত দেখে নিন

শীঘ্রই বাজারে দেখা যাবে 90 এর জামানার বিখ্যাত সেই গাড়িকে। দাম এবং ফিচারস দেখে নিন

Published By: Ritwik | Published On:

টাটা মোটরস তাদের বৈদ্যুতিক গাড়ির বাজার নিয়ে সদা তৎপর। ভারতের বাজারে আপাতত টাটা মোটরসকে চ্যালেঞ্জ জানাতে পারে এরকম প্রতিযোগির দেখা মেলেনি। বিশেষ করে SUV সেগমেন্ট উন্নতমানের বৈদ্যুতিক গাড়ি একমাত্র টাটা মোটরসের কাছেই রয়েছে। Punch, Nexon, Harrier EV এর পর এবার 90 এর দশকের বিখ্যাত গাড়ির EV ভার্সন আসছে বাজারে। ৯০-র দশকের নস্টালজিয়াকে সঙ্গি করে বাজারে ফিরছে টাটার নতুন EV, দাম কত দেখে নিন

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

আসলে আজ টাটা মোটরসের যে গাড়িটির বিষয়ে বলতে চলেছি তার নাম Tata Sierra। 5 আসনের এই গাড়িটির নির্মাণ বন্ধ করে দেয় টাটা মোটরস। কিন্তু বর্তমানে সেটির EV ভার্সন নিয়ে আসছে কোম্পানি। বড় সাইজের বিলাসবহুল লাউন্জ এবং জিপট্রন পাওয়ারট্রেনের উপর নির্মিত হচ্ছে এটি। শীঘ্রই বাজারে দেখা যেতে পারে গাড়িটিকে।

tata sierra

মিডিয়া রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে, 2025 সালের ডিসেম্বরে Tata Sierra লঞ্চ করবে টাটা মোটরস। যদিও এখনো অবধি গাড়িটির লঞ্চের তারিখ নিয়ে এখনো কিছুই জানায়নি টাটা মোটরস। উল্লেখ্য যে, 1995 সালে প্রথমবার গাড়িটি লঞ্চ করে টাটা মোটরস। বাজারে Tata Sierra প্রতিযোগিতায় নামবে XUV400 EV, ZS EV এবং নিজেদেরই Nexon EV Max-এর মতো বিলাসবহুল EV গাড়ির সঙ্গে।

tata sierra

নতুন Tata Sierra তে ডিজাইন থেকে সুরক্ষার প্রয়োজনে EBD সহ ABS এবং অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম (ADAS) এর মতো আকর্ষণীয় বৈশিষ্ট্য থাকবে। ADAS ড্রাইভারকে আগে থেকেই সতর্ক করে দুর্ঘটনা নিয়ে। নতুন আকর্ষনীয় ডিজাইনের গাড়িটির দাম থাকবে 25 লক্ষ টাকা থেকে।

About Author