ভারতের বাজারে নতুন গাড়ি নিয়ে হাজির জাগুয়ার ল্যান্ড রোভার। জনপ্রিয় SUV Discovery Sport গাড়িটির নতুন এডিশন লঞ্চ করেছে কোম্পানি। মজবুত আকারের শক্তপোক্ত গাড়ির জন্য বিখ্যাত গাড়িটি। নতুন ভার্সনে একগুচ্ছ ফিচারস যেমন যুক্ত হয়েছে তেমন ডিজাইন ল্যাঙ্গুয়েজেও পরিবর্তন এসেছে।
নতুন Land Rover Discovery Sport গাড়িতে যেমন ইন্টেরিয়র আপডেট হয়েছে তেমনই বাইরেও পরিবর্তন রয়েছে। LED হেডল্যাম্প, গ্লসি ফিনিশের কালো রংয়ের ফ্রন্ট গ্রিলের সাথে মস্ত 21 ইঞ্চির অ্যালয় হুইল রয়েছে গাড়িতে। ফিচারস হিসেবে রয়েছে 11.4 ইঞ্চি PiVi Pro ইনফোটেনমেন্ট সিস্টেম, মোবাইল কানেক্টিভিটি, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, নতুন গিয়ার সিলেক্টর, ক্লাইমেট কন্ট্রোল, 3D কন্ট্রোল, ক্লিয়ার সাইট গ্রাউন্ড ভিউ এবং রিয়ার ভিউ ক্যামেরা।
এছাড়াও গাড়িতে থাকছে এয়ার পিউরিফায়ার, ওয়্যারলেস ফোন চার্জিং, USB টাইপ-সি চার্জার, 12 ভোল্ট পাওয়ার সকেট, প্যানারোমিক সানরুফ, রিয়ার ক্যামেরা স্ক্রিন ইত্যাদি। মূল গাড়িতে আসন সংখ্যা রয়েছে 7। থাকছে 2 লিটার পেট্রল ইঞ্জিন, যা 245 hp শক্তি এবং 365 Nm টর্ক উৎপন্ন করে। পেট্রোল ছাড়াও 2 লিটার ডিজেল ইঞ্জিন পাওয়া যায়।
ডিজেল ইঞ্জিনটি 201 hp শক্তি এবং 430 Nm টর্ক উৎপন্ন করে। লাইফস্টাইল SUV এর দাম ভারতের বাজারের জন্য কিছুটা প্রিমিয়াম। নতুন Discovery Sport এর এক্স শোরুম দাম 67.90 লক্ষ টাকা। উল্লেখ্য যে, নয়া ভার্সনে ব্লু কালার যোগ করেছে কোম্পানি।