TRENDS
Advertisement

Tata Motors দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, এই গাড়িতে থাকছে 75 হাজার টাকার বড় ছাড়!

টাটা মোটরসের তরফে বড় অফারের ঘোষণা হয়েছে। উৎসবের মরশুমে গ্রাহক টানতেই অফার দিয়েছে কোম্পানি। Tata motors তাদের Tiago গাড়িতে বড় অফার দিচ্ছে। সেখানে থাকছে নগদ ছাড়, বিনিময় বোনাস ইত্যাদি সহ…

Published By: Ritwik | Published On:

টাটা মোটরসের তরফে বড় অফারের ঘোষণা হয়েছে। উৎসবের মরশুমে গ্রাহক টানতেই অফার দিয়েছে কোম্পানি। Tata motors তাদের Tiago গাড়িতে বড় অফার দিচ্ছে। সেখানে থাকছে নগদ ছাড়, বিনিময় বোনাস ইত্যাদি সহ মোট 75 হাজার টাকার ডিসকাউন্ট! টিয়াগো হ্যাচব্যকের CNG ভার্সনেই সবচেয়ে বেশি ছাড় রয়েছে। Tata Motors দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, এই গাড়িতে থাকছে 75 হাজার টাকার বড় ছাড়!

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Tiago গাড়িটির CNG ভার্সনের ওয়ান সিলিন্ডার মডেলে 50,000 টাকা নগদ ছাড় সহ 20,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট রয়েছে৷ টুইন-সিলিন্ডার মডেলে কেবল 20,000 টাকা নগদ ছাড় এর সুবিধাই পাওয়া যায় শুধু।

CNG ছাড়া পেট্রোল চালিত Tata Tiago মডেলগুলিতেও ছাড় রয়েছে। সেখানে 35,000 টাকার নগদ ছাড়, 15,000 টাকার বিনিময় বোনাস এবং 5,000 টাকার কর্পোরেট ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে টাটা মোটরস। অফার চলবে 30 নভেম্বর পর্যন্ত। অফার নিয়ে আরো বিস্তারিত জানার জন্য নিকটবর্তী টাটা মোটরসের ডিলারশিপে যোগাযোগ করতে হবে আপনাদের। Tata Motors দিচ্ছে বাম্পার ডিসকাউন্ট, এই গাড়িতে থাকছে 75 হাজার টাকার বড় ছাড়!

কিরকম ফিচারস রয়েছে Tiago এর তাও দেখে নিন :

Tata Tiago- তে রয়েছে 1.2-লিটার পেট্রোল ইঞ্জিন। আর এই ইঞ্জিন সর্বোচ্চ 85bhp শক্তি এবং 113Nm টর্ক উৎপন্ন করে। একটি 5-স্পীড ম্যানুয়াল এবং 5-গতির স্বয়ংক্রিয় ট্রান্সমিশনের সাথে যুক্ত থাকে ইঞ্জিনটি। CNG ভার্সনে ইঞ্জিনটি মোট 72bhp শক্তি আর এবং 95 Nm টর্ক উৎপন্ন করে। স্টেবিলিটি কন্ট্রোল, EBD সহ ABS, পিছনের পার্কিং সেন্সর এবং নিরাপত্তার জন্য ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ রয়েছে Tiago তে।

About Author