Read In
Whatsapp
Car News

পুজোর আগে ধামাকা অফার Tata Motors-র, পুরো 85,000 টাকা ছাড়ের ঘোষণা Nexon, Harrier, Safari-র ওপর!

সেপ্টেম্বর মাসে বড় ছাড়ের ঘোষণা করেছে Tata Motors। Punch, Altroz থেকে শুরু করে Safari, Harrier সহ সমস্ত গাড়িতেই মোটা অংকের ডিসকাউন্টের সুবিধা দিচ্ছে তারা। ডিজেল, পেট্রোল, CNG সমস্ত ভেরিয়েন্টেই বড় অংকের ছাড়ের ঘোষণা করেছে Tata Motors। চলুন তাহলে দেখে নেওয়া যাক কোন গাড়িতে ছাড়ের অংক কত।

Tata Altroz
ডিজেল মডেলের জন্য, গ্রাহকরা 15,000 টাকার নগদ ছাড় সহ 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 টাকার কর্পোরেট ছাড় দিচ্ছে টাটা মোটরস। পেট্রোলের জন্য নগদ ছাড় 20,000 টাকা, বাকি ছাড় একই।

Tata Harrier
হ্যারিয়ারে টাটা মোটরস কোন নির্দিষ্ট নগদ ছাড় দেয়নি কিন্তু 25,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 এর কর্পোরেট ছাড় উপভোগ করতে পারেন। ADAS ভার্সনে Rs. 50,000 এর নগদ ছাড়, 25,000 এর এক্সচেঞ্জ বোনাস এবং 10,000 এর কর্পোরেট ছাড় উপভোগ করতে পারেন।

Tata Nexon
Nexon এর ডিজেল ভ্যারিয়ান্টে নগদ 10,000 ছাড় সহ 25,000 এর এক্সচেঞ্জ বোনাস এবং 5,000 এর কর্পোরেট ছাড় উপভোগ করতে পারেন। পেট্রোল ভ্যারিয়ান্টে (MT) 35,000 এর নগদ ছাড় সহ 15,000 এর এক্সচেঞ্জ বোনাস এবং 10,000 কর্পোরেট ছাড় পাওয়া যাচ্ছে। AMT ভ্যারিয়ান্টে বাকি ছাড় একই থাকলেও এক্সচেঞ্জ বোনাস মিলবে 25,000 টাকার।

Tata Safari
সাফারিতে কোন নির্দিষ্ট নগদ ছাড় উল্লেখিত নেই, তবে গ্রাহকরা 25,000 এর এক্সচেঞ্জ বোনাস এবং 10,000 এর কর্পোরেট ছাড় উপভোগ করতে পারেন। ADAS ভার্সনে 50,000 এর নগদ ছাড় সহ 25,000 এর এক্সচেঞ্জ বোনাস 10,000 এর কর্পোরেট ছাড় পাওয়া যাচ্ছে।

Back to top button