গত 14 সেপ্টেম্বর টাটা মোটরস Nexon এর লেটেস্ট ভার্সন লঞ্চ করেছে। Compact SUV টি লঞ্চের পর টাটা মোটরস Safari এবং Harrier এর নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আগামী 6 অক্টোবর থেকে গাড়িটির Facelift ভার্সনের বুকিং শুরু হচ্ছে। তার আগে কী কী জানা যাচ্ছে দেখে নেওয়া যাক চলুন।
নতুন Facelift Harrier-এ প্রযুক্তিগত দিক দিয়ে বড় কিছু পরিবর্তন আসেনি। Kryotec 2.0-লিটার 4-সিলিন্ডার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন মোট 170 ps শক্তি এবং 350 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। 6-গতির ম্যানুয়াল বা একটি 6-গতির টর্ক কনভার্টার ট্রান্সমিশন পাওয়া যায়।
ইঞ্জিনের শক্তি আগের থেকেই দুর্দান্ত হওয়ার কারণে Powertrain নিয়ে বিশেষ কিছু কাজ করেনি টাটা। তবে 1.5 লিটার Turbo Petrol Engine নিয়ে কাজ করছে কোম্পানি। 6 গতির ম্যানুয়াল এবং 7 গতির DCA ট্রান্সমিশনের সাথে আসছে Harrier। পাওয়া যায়। ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে শোনা যাচ্ছে যে, Curvv এর Cöupé লুকের প্রভাব থাকবে Harrier-র অপর। টেইল ল্যাম্প, আপডেট স্প্লিট হেডল্যাম্প, স্লিক ডিআরএল, বাম্পার এবং অ্যালয় হুইল সমস্ত ক্ষেত্রেই নতুন ডিজাইন পাওয়া যায়।
হ্যারিয়ার গাড়িতে লেটেস্ট সেফটি ফিচারস যেমন প্যানোরামিক সানরুফ, 360-ডিগ্রি ক্যামেরা, অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জার, লেভেল 2 ADAS, ফ্রন্ট কোলিশন ওয়ার্নিং, অটো ইমার্জেন্সি ব্রেকিং, লেন এবং অটো হাই বিম অ্যাসিস্ট ইত্যাদির মতো ফিচারস পাওয়া যাবে। উল্লেখ্য, নয়-স্পিকার JBL অডিও সিস্টেম পাওয়া যাবে Harrier Facelift গাড়িতে।