Read In
Whatsapp
Car News

Harrier-এর নতুন Facelift ভার্সন নিয়ে আসছে Tata Motors, এই তারিখ থেকে শুরু হবে বুকিং! কেনার থাকলে দেখুন খুঁটিনাটি

গত 14 সেপ্টেম্বর টাটা মোটরস Nexon এর লেটেস্ট ভার্সন লঞ্চ করেছে। Compact SUV টি লঞ্চের পর টাটা মোটরস Safari এবং Harrier এর নতুন ভার্সন লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে।লেটেস্ট রিপোর্ট অনুযায়ী আগামী 6 অক্টোবর থেকে গাড়িটির Facelift ভার্সনের বুকিং শুরু হচ্ছে। তার আগে কী কী জানা যাচ্ছে দেখে নেওয়া যাক চলুন।

নতুন Facelift Harrier-এ প্রযুক্তিগত দিক দিয়ে বড় কিছু পরিবর্তন আসেনি। Kryotec 2.0-লিটার 4-সিলিন্ডার টার্বোচার্জড ডিজেল ইঞ্জিন থাকবে। এই ইঞ্জিন মোট 170 ps শক্তি এবং 350 Nm পিক টর্ক তৈরি করতে সক্ষম। 6-গতির ম্যানুয়াল বা একটি 6-গতির টর্ক কনভার্টার ট্রান্সমিশন পাওয়া যায়।

ইঞ্জিনের শক্তি আগের থেকেই দুর্দান্ত হওয়ার কারণে Powertrain নিয়ে বিশেষ কিছু কাজ করেনি টাটা। তবে 1.5 লিটার Turbo Petrol Engine নিয়ে কাজ করছে কোম্পানি। 6 গতির ম্যানুয়াল এবং 7 গতির DCA ট্রান্সমিশনের সাথে আসছে Harrier। পাওয়া যায়। ডিজাইনে বড় পরিবর্তন আসতে পারে শোনা যাচ্ছে যে, Curvv এর Cöupé লুকের প্রভাব থাকবে Harrier-র অপর। টেইল ল্যাম্প, আপডেট স্প্লিট হেডল্যাম্প, স্লিক ডিআরএল, বাম্পার এবং অ্যালয় হুইল সমস্ত ক্ষেত্রেই নতুন ডিজাইন পাওয়া যায়।

হ্যারিয়ার গাড়িতে লেটেস্ট সেফটি ফিচারস যেমন প্যানোরামিক সানরুফ, 360-ডিগ্রি ক্যামেরা, অ্যান্ড্রয়েড অটো অ্যাপল কারপ্লে, ওয়্যারলেস চার্জার, লেভেল 2 ADAS, ফ্রন্ট কোলিশন ওয়ার্নিং, অটো ইমার্জেন্সি ব্রেকিং, লেন এবং অটো হাই বিম অ্যাসিস্ট ইত্যাদির মতো ফিচারস পাওয়া যাবে। উল্লেখ্য, নয়-স্পিকার JBL অডিও সিস্টেম পাওয়া যাবে Harrier Facelift গাড়িতে।

Back to top button