
দীপাবলির মরশুমে বহু ব্র্যান্ড নানাবিধ অফার নিয়ে হাজির হয় বাজারে। আর গাড়ির বাজারে মারুতি সুজুকির কাছেই সবচেয়ে বড় অংশ রয়েছে। আপনিও যদি একটু বড় আকারের গাড়ি কিনতে চান তাহলে Maruti Suzuki Ciaz একটি দারুণ অপশন। সাশ্রয়ী মূল্যেই গাড়িটি কেনা সম্ভব।
গত 1 জানুয়ারি থেকে 31 অক্টোবর অবধি দেশের মোট 7119 টি গাড়ি বিক্রি হয়েছে বাজারে। উল্লেখ্য, অক্টোবর মাসে গাড়িটির মোট 695 ইউনিট বিক্রি হয়েছে। 10টি কালার অপশনের সাথে 7টি ভিন্ন ভিন্ন ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে গাড়িটি।
Ciaz গাড়িতে 510 লিটারের বড় বুট স্পেস রয়েছে যার ফলে সহজেই বেশ অনেকখানি লাগেজ নিয়ে যাওয়া সম্ভব হয় যা দীর্ঘ যাতায়াতে বেশ সাহায্য করে। হিল হোল্ড অ্যাসিস্ট সহ একাধিক সুরক্ষা ফিচারস রয়েছে গাড়িতে। বাচ্চার সুরক্ষার ক্ষেত্রেও অতিরিক্ত ফিচার দিয়েছে মারুতি সুজুকি।
সেডান গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 9.30 লক্ষ টাকা থেকে এবং টপ মডেলের এক্স শোরুম দাম 12.29 লক্ষ টাকা। 20.65 কিমি মাইলেজের গাড়িটি সস্তায় কিনতে পারেন ফাইন্যান্সের মাধ্যমে। এজন্য আপনাকে 1.07 লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে হবে এবং সেইসাথে 5 বছরের জন্য বার্ষিক 9.8% সুদের সাথে মাসিক EMI খরচ পড়বে 20,419 টাকা।