Read In
Whatsapp
Car News

খুব তাড়াতাড়ি বাজারে আসবে এই গাড়িগুলো, বাজেট হাতের নাগালেই! দেখে নিন সম্পূর্ন তালিকা

অক্টোবর মাসে বাজারে বেশ কিছু গাড়ির আসার সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কোন কোন গাড়ি লঞ্চ হবে বাজারে।

Tata Punch
টাটার কমপ্যাক্ট SUV Punch। গাড়িটির CNG ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে কয়েকদিন আগেই। পাঞ্চের নতুন EV ভার্সন টেস্টিং করতে দেখা গিয়েছে Tata Motors কে। Nexon, Tiago এবং Tigor এরপর এবার পাঞ্চ গাড়িটিও জিপট্রন প্রযুক্তির উপর ভিত্তি করে তৈরি হচ্ছে। যদিও কবে বাজারে আসবে গাড়িটি তা এখনো জানা যায়নি।

Mahindra Bolero Neo Plus
এই গাড়িতে1.5 লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে। সেটি 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত। গাড়িতে থাকা 1493 সিসির শক্তিশালী ইঞ্জিন 100 PS শক্তি এবং 260 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 7-ইঞ্চি টাচস্ক্রিনের সাথে ইনফোটেইনমেন্ট সিস্টেমও রয়েছে গাড়িতে। উল্লেখ্য, এখানে আপনি ক্রুজ কন্ট্রোল, ISOFIX চাইল্ড মাউন্ট কীলেস এন্ট্রির মতো অ্যাডভান্স ফিচার পেয়ে যাবেন। এছাড়া ডুয়াল ফ্রন্ট এয়ারব্যাগ, EBD সহ ABS, রিভার্স অ্যাসিস্ট সহ রিয়ার পার্কিং সেন্সরও রয়েছে।

Nissan Magnite and Kuro Special Edition
আগামী মাসেই আনুষ্ঠানিকভাবে লঞ্চ হবে Nissan Magnite Kuro। নতুন Magnite XV MT, Magnite Turbo XV MT, এবং Magnite Turbo XV CVT ভেরিয়েন্টে আসছে বাজারে। উল্লেখ্য, স্ট্যান্ডার্ড মডেলের তুলনায় Magnite Kuro Special Edition এর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র অনেক বেশী কালো হতে চলেছে। কয়েকদিন আগেই গাড়িটির Pre-booking শুরু করেছে Nisaan।

Toyota Urban Cruiser Hyryder
Honda আরেক জাপানি কোম্পানি Toyota এর সদ্যই লঞ্চ করা Urban Cruiser Hyryder গাড়িটির বাজারও দখল করতে পারে। টয়োটাতে Regular 1.5L Naturally Aspirated Petrol ইঞ্জিন পাওয়া যায়। বাজারে গাড়িটির এক্স শোরুম দাম থাকবে 7.70 লক্ষ টাকা থেকে 13.40 লক্ষ টাকার মধ্যে।

5 Door Force Gurkha
ফোর্স আপাতত গুর্খার একাধিক ভার্সন নিয়ে কাজ করছে। শীঘ্রই গাড়িটির পাঁচ-দরজা সংস্করণটি বাজারে লঞ্চ হতে পারে। অন্যান্য ফোর্স গাড়ির মতোই এখানেও মার্সিডিজ-বেঞ্জের 2.6L ডিজেল ইঞ্জিন থাকবে।

Back to top button