![](https://autoscoop.in/wp-content/uploads/2023/10/celerio.jpg)
আপনি কি নতুন গাড়ির কেনা কথা ভাবছেন ? তাহলে আমরা নিয়ে এসেছি দারুণ অফার। মারুতি সুজুকি তাদের Celerio গাড়িটির ওপর দারুণ অফারের ঘোষণা করেছে। বেশ সাশ্রয়ী মূল্যেই শক্তিশালী ইঞ্জিন সহ গাড়িটি নিয়ে যেতে পারেন আপনি। কীভাবে কিনবেন তাই জানাচ্ছি চলুন।
ইঞ্জিন: ডিজাইন থেকে শক্তি, সবই মজুদ রয়েছে এই গাড়িতে। হ্যাচব্যাক শ্রেণীতে Swift এর পরেই সর্বাধিক বিক্রীত গাড়ি Maruti Celerio। এখানে 998 সিসির ইঞ্জিন রয়েছে। সেটি 5500 rpm এ 65.71 bhp শক্তি এবং 3500 rpm এ 82 Nm-এর সর্বোচ্চ টর্ক তৈরি করতে সক্ষম।
Celerio গাড়িটি মোট 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে আসে। প্রতি লিটারে মোট মাইলেজ পাবেন 26.68 কিমির। CNG ভার্সনের মাইলেজ মিলবে 35.6 কিমি/কেজি! দুর্দান্ত মাইলেজের কারণে ভারতীয় পরিবারের কাছে গাড়িটি আদর্শ ফ্যামিলি কার হয়ে ওঠে। এখানে আধুনিক সমস্ত ফিচারস যেমন, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ ইত্যাদি সমস্ত ফিচারসই সেখানে দেখতে পাওয়া যায়।
দাম : Celerio এর বেস ভেরিয়েন্টের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 5.37 লক্ষ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের এক্স শোরুম দাম পড়বে 7.14 লক্ষ টাকা।
কীভাবে সস্তায় কিনবেন দেখে নিন
সেলেরিও বেস মডেলের অন-রোড দাম 5,90,316 টাকা। ফাইন্যান্সে মাধ্যমে বেশ সহজেই গাড়িটি আপনার হতে পারে। 7 বছরের জন্য 8% সুদের হারেই কিনতে পারেন গাড়িটি। এক্ষেত্রে প্রতি মাসে EMI দিতে হবে 9,201 টাকা।