Renault Kiger Budget : ভারতের বাজারে সাধারণত বাজেট গাড়ির বিক্রিই বেশি। আর এই কারণে বিভিন্ন ব্র্যান্ড তাদের বিভিন্ন বাজেট গাড়ি লঞ্চ করেছে এই সেগমেন্টে। বাজেট গাড়ির মধ্যে আবার বিক্রি বেড়েছে Compact SUV গাড়িগুলোর। কিন্তু আপনার বাজেট যদি মাত্র 7 লক্ষ টাকা হয় তাহলে কোন গাড়ি কিনবেন আপনি? আজ এই বাজেটে সেরা একটি SUV এর বিষয়ে জানাতে চলেছি আমরা।
7 লক্ষ টাকা বাজেটে SUV কিনতে চাইলে একটি দারুণ অপশন Renault এর Kiger। Renault Kiger SUV-তে রয়েছে শক্তিশালী ইঞ্জিন। এখানে 1.0L টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন দেওয়া হয়েছে যা 5000rpm এ সর্বাধিক 98.63 bhp শক্তি 4400 rpm এ 152nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। ইঞ্জিনটি 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন গিয়ারবক্সের সাথে যুক্ত। গাড়িটির মাইলেজও মন্দ নয়, Kiger এর মাইলেজ 20.62 kmpl।
ফিচারসের মধ্যে Renault Kiger গাড়িতে রয়েছে 8-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে, 7-ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, ওয়্যারলেস ফোন চার্জার, অটোম্যাটিক ক্লাইমেট কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, পুশ-বাটন স্টার্ট/স্টপ, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম।
নিরাপত্তার জন্য সেখানে রয়েছে 4টি এয়ারব্যাগ। এছাড়া স্ট্যান্ডার্ড নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন EBD সহ ABS, হিল স্টার্ট অ্যাসিস্ট, ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, রিয়ার-ভিউ ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, হাই স্পিড অ্যালার্ট সিস্টেম ইত্যাদিও রয়েছে।
দাম : Renault Kiger SUV অত্যন্ত সাশ্রয়ী মূল্যের গাড়ি। SUV টির প্রারম্ভিক দাম 6.50 লক্ষ টাকা। টপ মডেলের এক্স শোরুম দাম রয়েছে 11.23 লক্ষ টাকা। এই বাজেটে SUVটি টাটা পাঞ্চ, হুন্ডাই এক্সটার এবং টাটা নেক্সনের মতো গাড়ির সাথে প্রতিযোগিতা করে।