Read In
Whatsapp
Car News

প্রতিটি বাড়িতেই থাকবে নতুন গাড়ি, ব্যবস্থা করল Maruti Suzuki

Maruti Suzuki : ভারতের গাড়ির বাজার সদা পরিবর্তনশীল। এই মার্কেটে টিকে থাকতে হলে প্রয়োজন একগুচ্ছ ফিচারসের। ডিজাইন থেকে শুরু করে মাইলেজ, ইঞ্জিন থেকে দমদার পারফর্ম্যান্স সবই গুরুত্বপূর্ন এক্ষেত্রে। আর এসবের মিশ্রণে লঞ্চ হয় Maruti Suzuki Alto 800। Alto 800 1671427215856 1680415219588 1680415219588

Maruti Suzuki Alto 800 এর সফর একদিনের নয়, দীর্ঘ 34 বছর ধরে গাড়িটি দারুণ জনপ্রিয় ভারতের বাজারে। ভারতীয় মধ্যবিত্তকে গাড়ির স্বপ্ন দেখিয়েছিল এই গাড়ি। সীমিত দামের সাথে উন্নত মাইলেজ Alto 800 কে বিখ্যাত করে তোলে।

Alto গাড়িতে বেশ বিলাসবহুল ইন্টারনাল লুক এবং উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায়। বিলাসবহুল ডিজাইনের সাথে চমৎকার ফ্রন্ট ডিজাইন পাওয়া যায় এই বাজেট-বান্ধব গাড়িতে। চলুন একনজরে দেখে নেওয়া যাক Alto 800 এর সেরা ফিচারস।

Maruti Alto 800 এর ফিচারস

1) সর্বশেষ প্রযুক্তি এবং আধুনিক বৈশিষ্ট্য
2) অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কার প্লে সহ 7-ইঞ্চি স্মার্ট প্লে টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম
3) রিভার্স পার্কিং সেন্সর, স্পিড অ্যালার্ট সিস্টেম
4) এয়ারব্যাগ এবং ABS এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্য
5) সামনের উভয় আসনের জন্য সিট বেল্ট
6) পেট্রোল এবং সিএনজি ভেরিয়েন্টে পাওয়া যায়
7) পেট্রোল ভেরিয়েন্ট 22 কিমি/লির মাইলেজ আর CNG ভেরিয়েন্টে 31.59 কিমি/কেজি মাইলেজ পাওয়া যায়

Alto Exterior Left Front Three Quarter

বর্তমানে গাড়িটি আর উৎপাদন করেনা Maruti Suzuki। গত 2014 সালে 34 বছর ধরে চলা Alto 800 এর উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কোনো শোরুমে স্টক থেকে গেলে কেবল সেখানেই বিক্রি হয়। এই গাড়িটির এক্স শোরুম দাম 3.50 লক্ষ টাকা।

Back to top button