Read In
Whatsapp
Car NewsViral Scoop

VIDEO: ৬০ বছরের পুরনো ভাঙা গাড়ি হয়ে গেল পুরো নতুন, মেকানিকের কাজ দেখে তাজ্জব নেটদুনিয়া

হিন্দুস্তান অ্যাম্বাসাডর (Hindustan Ambassador) ব্র্যান্ডটির সাথে আজকের জেনারেশনের তেমন পরিচয় না থাকলেও একটা সময় ভারতে ইতিহাস তৈরি করে সেটি। ভারতীয় ভারতীয় অটোমোটিভের ইতিহাসে একটি আইকনিক গাড়ি কোম্পানি হিন্দুস্তান অ্যাম্বাসাডর। একটা সময় ছিল যখন ব্র্যান্ডটিকে স্ট্যাটাস সিম্বল হিসেবে দেখা হতো। সরকারী কর্মকর্তা থেকে ব্যবসায়ী, সবার কাছেই প্রিয় ছিল গাড়িটি।

বিগত 2014 সালে অবশ্য ব্র্যান্ডটি নিজেদের গাড়ির উৎপাদন বন্ধ করে। প্রতিযোগিতার বাজারে টিকে না থাকতে পেরে বিক্রী লাটে উঠেছিল আর তাই চাহিদা না থাকায় বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নেয় কোম্পানি। যদিও দেশের বাজারে এখনো বেশ জনপ্রিয় গাড়িটি কিন্তু দিক দিন সেগুলো ছেড়ে মানুষ মডার্ন গাড়ির দিকে ঝুঁকছেন। কিন্তু এই ভিনটেজ এবং ক্লাসিক গাড়ি নিয়ে একটি কোম্পানি যা করেছে তা সোশ্যাল মিডিয়াতে ব্যপক ভাইরাল হয়েছে।

ভাইরাল ওই ভিডিওতে যে গাড়িটিকে দেখা যাচ্ছে সেটি 1964 সালের মডেল। মার্ক 2 ভার্সনের অ্যাম্বাসাডরটির পূর্বের গৌরব ফিরিয়ে আনা হয়েছে। ভিডিওটি আপলোড হয়েছে RetroClassicsindia-র ইউটিউব চ্যানেলে। সেখানে 1964 সালের মডেলটিকে প্রথমে দেখা যায় ধুলোয় ঢাকা অবস্থায়। যত্ন না নেওয়ার কারণে গাড়িটি নষ্ট হতে বসেছিল। কিন্তু গাড়িটিকে নিয়ে এসে তিনি যা করলেন তা দেখে অবাক নেটিজেনরা।

টো করে ওয়ার্কশপে নিয়ে আসা হয় গাড়িটিকে। এরপর গাড়ির ভোলবদল করে দেওয়া হয় সেখানে। প্রথমেই বডি থেকে পুরনো রং তুলে ফেলা হয়। রং তুলে দেওয়ার পর ডেন্ট এবং বডিলাইনের কাজ শুরু হয়। এরপর গাড়ির অভ্যন্তরকে পুরোপুরি নতুন করে সাজিয়ে তোলা হয়। পুরোনো ইঞ্জিনকেও সারিয়ে তোলা হয়। সাথে নতুন ব্যাটারি যোগ করা হয় সেখানে। কাজ শেষ হলে গাড়িটির ওপর প্রাইমারের কোট দেওয়া হয়।

60 বছরের পুরনো গাড়িটি যেভাবে নিজের অতীত গৌরবে ফিরে গিয়েছে তা মানুষ বেশ পছন্দ করেছেন। গাড়িতে মেরামত করতে হয় অনেকখানি। পরে সেখানে নীল রঙে রাঙিয়ে দেওয়া হয়। এখানে দরজা, বুট, বনেট এবং অন্যান্য সমস্ত প্যানেল পৃথকভাবে কাজ করা হয়। সমস্ত কাজের পর ঝকঝকে তকতকে গাড়িটি দেখে কে বলবে এটি 1964 সালের গাড়ি! আর সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়াতে।

Back to top button