Read In
Whatsapp
Car News

Innova নয়, Toyota-র 7 সিটারের এই গাড়িই সেরা আপনার জন্য, অর্ধেক দামেই পেয়ে যাবেন এই সেরা গাড়ি!

SUV বাজারে বড়সড় প্রতিযোগিতা শুরু হতে চলেছে। এই সেগমেন্টে টয়োটা থেকে শুরু করে মাহিন্দ্রা, টাটা সবাই নিজেদের গাড়ি নিয়ে এসেছে। কিন্তু নতুন Toyota Rumion গাড়িটি বাজারে আসার পর প্রতিযোগিতা বহুখানি বেড়ে গিয়েছে। দীর্ঘ সময় পর লো বাজেট সেগমেন্টে ভালো মানের গাড়ি নিয়ে এসেছে Toyota। Rumion যে সেগমেন্টে আসে সেখানে গাড়িটির মুখ্য প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero।

toyota rumion
toyota rumion

7 আসনের নতুন Rumion কয়েকদিন হলো বাজারে এসেছে। পেট্রোল এবং CNG ভার্সনে উপলব্ধ Rumion। গাড়িতে 1.5 লিটার ইঞ্জিন রয়েছে যা মোট 102 hp শক্তি এবং 136.8 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। মোট 64.6 kw এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে Toyota Rumion এর ইঞ্জিন। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভার্সনে 20.51 কিমির মাইলজে পাওয়া যায়।

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 17.78-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিমোট ক্লাইমেট কন্ট্রোল, স্মার্টওয়াচ কানেকটিভিটির মতো উন্নত বৈশিষ্ট্য। এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABD) এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও মজুদ রয়েছে।

toyota rumion

Toyota Rumion এর ভ্যারিয়েন্ট অনুযায়ী দাম দেখে নিন এখানে:-
ভেরিয়েন্ট————— দাম (INR)
SMT (পেট্রোল)———-10,29,000
SAT (পেট্রোল)———-11,89,000
GMT (পেট্রোল) ———-11,45,000
VMT (পেট্রোল)——— -12,18,000
ভ্যাট (পেট্রোল) ——-13,68,000
SMT (CNG) ———–11,24,000

10.29 লাখের এক্স-শোরুমে দামের সাথে বাজারে বড় প্রতিদ্বন্দ্বী রূপে উঠে এসেছে Toyota এর গাড়িটি। আর তাইতো এট ভিড় সেটি কেনার জন্য। Rumion 3 টি ভেরিয়েন্ট S, G, V তে কিনতে পারেন। একইসাথে 5টি রঙের সাথে বাজারে লঞ্চ হয়েছে। এগুলো হলো Spunky Blue, Cafe White, Enticing Silver, Iconic Grey এবং Rustic Brown।

Back to top button