Read In
Whatsapp
Car News

Bullet নয়, সেই একই দামে কিনে ফেলুন মস্ত চারচাকা! মারুতি সুজুকি দিচ্ছে অফার, ফায়দা নিন আজই

দেশের সবচেয়ে সাশ্রয়ী গাড়ি বিক্রি করে Maruti Suzuki। কোম্পানির সবচেয়ে সস্তা গাড়ি Alto K10। বর্তমানে Alto K10 দেশের সবচেয়ে সাশ্রয়ী গাড়িতে পরিণত হয়েছে। 5 লাখের কম বাজেটে দারুণ চার চাকা এনেছে মারুতি সুজুকি। নতুন এই গাড়িতে আরো ভালো মাইলেজ এবং ইঞ্জিন ফিচারস পাওয়া যায়। Alto H1 1686382375

Alto K10 মডেলটি কম বাজেটে একটি দারুণ অপশন হয়ে ওঠেছে। দাম কম হলেও মাইলেজ অথবা ফিচারস, কোনো কিছুরই কমতি নেই সেখানে। ডিজিটাল ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ রিয়ার পার্কিং সেন্সর এবং সেন্ট্রাল লক পাওয়া যাচ্ছে। এছাড়া থাকছে দুটি এয়ারব্যাগ এবং ম্যানুয়াল ও অটোম্যাটিক গিয়ারবক্স

Maruti Suzuki Alto K10 New গাড়িতে রয়েছে শক্তিশালী 1.0-লিটার পেট্রোল ইঞ্জিন। এই ইঞ্জিনটি প্রতি লিটারে প্রায় 35 কিলোমিটার মাইলেজ প্রদান করে যা গাড়িটিকে বেশ জ্বালানি সাশ্রয়ী করে তোলে। উপরন্তু এখানে CNG ভেরিয়েন্ট পাওয়া যায়। CNG ভার্সনে 26 কিলোমিটার মাইলেজ দেয় alto k10। Alto Exterior Left Front Three Quarter

Maruti Suzuki Alto K10 এর প্রারম্ভিক এক্স শোরুম দাম শুরু হচ্ছে 3.46 লক্ষ টাকা থেকে। এই গাড়িতে নানান প্রিমিয়াম ফিচারস থাকলেও বেশ সস্তায় Alto K10 কিনতে পারেন আপনি।

Back to top button