![](https://autoscoop.in/wp-content/uploads/2023/09/Honda-Elevate-Vs-Nissan-Magnite.jpg)
সম্প্রতি জাপানি কোম্পানি Honda তাদের লেটেস্ট SUV Elevate লঞ্চ করেছে বাজারে। আরেক জাপানি কোম্পানি নিসান তাদের Magnite গাড়িটি লঞ্চ করেছে। স্টাইল এবং সৌন্দর্য্যের আকর্ষণীয় মিশ্রণ এই Magnite। সাথে নিরাপত্তাতেও কম যায়না সেটি। উন্নত ফিচারসের সাথে Magnite গাড়িটি কেমন হয়েছে দেখে নিন।
ইঞ্জিন এবং মাইলেজ: নিসান ম্যাগনাইটে ডাবল ইঞ্জিন রয়েছে। এখানে 1.0 লিটার পেট্রোল ইঞ্জিন মোট 71hp শক্তি এবং 96Nm টর্ক জেনারেট করে। আবার 1.0 লিটার টার্বোচার্জড পেট্রোল ইঞ্জিন মোট 100hp শক্তি এবং 160Nm টর্ক জেনারেট করে। 5 গতির ম্যানুয়াল এবং অটোম্যাটিক ট্রান্সমিশনের সাথে আসে। উল্লেখ্য, 20 km মাইলেজ দেয় Nissan Magnite।
সেফটি ফিচারস: গাড়িতে লেটেস্ট সেফটি ফিচারস যেমন ডুয়াল ফ্রন্টাল এয়ারব্যাগ, রিয়ার পার্কিং সেন্সর, EBD সহ ABS এবং ফ্রন্ট সিট বেল্ট রিমাইন্ডারসহ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম, হাইড্রোলিক ব্রেক অ্যাসিস্ট, যানবাহন ডায়নামিক কন্ট্রোল, টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম এর মতো সুরক্ষা বৈশিষ্ট্যগুলি থাকছে।
দাম: Nissan Magnite-এর এক্স-শোরুম দাম শুরু হচ্ছে 6 লক্ষ টাকা। টপ ভেরিয়েন্ট দাম রয়েছে 10.94 লক্ষ টাকা। বেশ কিছু ভালো অংকের ফাইন্যান্স অপশনও রয়েছে এই গাড়িতে, সেই সুবিধা নিয়েও কিনতে পারেন।