![](https://autoscoop.in/wp-content/uploads/2023/08/tata-sumo.jpg)
দেশের অন্দরে গাড়ির বাজার, বিশেষ করে SUV এর বাজার বেড়ে চলেছে দ্রুত গতিতে। আর সেজন্য বিভিন্ন কোম্পানি নিজেদের জমকালো SUV নিয়ে হাজির হয়েছে বাজারে। আর সেই বাজার ধরার দৌড়ে নিজেদের পোর্টফোলিও আরো বড় করতে চলেছে টাটা মোটরস। আসন্ন সময়ে আবারো বাজারে ফিরতে চলেছে টাটা সুমো (Tata Sumo)।
টাটা মোটরসের জনপ্রিয় গাড়ি ছিল টাটা সুমো। আর তাই কোম্পানি আরো একবার পুনরায় এই SUV টি নিয়ে আসছে বাজারে। নতুন ডিজাইনের সাথে টাটা সুমোর অত্যাধুনিক লুক বাজারে বেশ ঝড় তুলতে চলেছে। স্বাভাবিক ভাবেই 7 সিটার ক্যাটেগরিতে বড়সড় পরিবর্তন দেখতে পাবে ভারতের বাজার।
শক্তিশালী ইঞ্জিন, আকর্ষনীয় পেশীবহুল চেহারার সাথে বাজারে ফিরছে টাটা সুমো। জানা যাচ্ছে যে, টাটা মোটরস নতুন Tata Sumo গাড়িতে 2936 সিসির ডিজেল ইঞ্জিন লাগাতে চলেছে। এর আগে টাটা সুমো গাড়িটি 15 কিমি মাইলেজ দিয়েছে। তাই স্বাভাবিক ভাবেই বলা চলে যে, গাড়িটি বাজারে এলে মাহিন্দ্রা বোলেরো ভালই প্রতিযোগিতা পাবে। আপাতত Mahindra Bolero দেশের সবথেকে বেশী বিক্রি হওয়া ৭ আসনের গাড়ি।
সূত্র মারফৎ জানা যাচ্ছে যে , Tata Sumo suv-তে ক্রুজ কন্ট্রোল, ADAS, সানরুফ, ব্লুটুথ কানেক্টিভিটি, বড় পর্দার মিউজিক সিস্টেম, হ্যান্ডস-ফ্রি মোবাইল রুফ মাউন্টেড এসি, ফগ ল্যাম্প, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডোর মতো অনেক ফিচারস রয়েছে। সাথে অনেক আধুনিক ফিচারস যুক্ত হবে এবং সুরক্ষা ব্যবস্থাতেও উন্নয়ন আসতে চলেছে। প্রসঙ্গত, বাজারে গাড়িটির দাম থাকতে পারে 6.5 লক্ষ টাকা থেকে 10 লক্ষ টাকার মধ্যে। আর এই দামে লঞ্চ হলে SUV এর বাজারে বেশ বড়সড় পরিবর্তন আসতে পারে।