TRENDS
Advertisement

বাজারে এল নতুন Rumion, 7 আসনের বাজারে শক্ত প্রতিযোগিতা দিচ্ছে টয়োটা

ভারতের বাজারে 7 আসনের গাড়ির গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকখানি। পারিবারিক গাড়ির চাহিদার কারণেই বিভিন্ন 7 সিটার গাড়ির বিক্রিও দারুণ। চাহিদা দেখে Toyota তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করেছে। আর নতুন এই…

Published By: Ritwik | Published On:

ভারতের বাজারে 7 আসনের গাড়ির গ্রহণযোগ্যতা বেড়েছে অনেকখানি। পারিবারিক গাড়ির চাহিদার কারণেই বিভিন্ন 7 সিটার গাড়ির বিক্রিও দারুণ। চাহিদা দেখে Toyota তাদের নতুন একটি গাড়ি লঞ্চ করেছে। আর নতুন এই গাড়ির নাম টয়োটা রুমিয়ন। কেমন হলো সেই গাড়ি? চলুন দেখে নেওয়া যাক। বাজারে এল নতুন Rumion, 7 আসনের বাজারে শক্ত প্রতিযোগিতা দিচ্ছে টয়োটা

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

সাত-সিটার গাড়ির ক্রমবর্ধমান চাহিদার কারণে টয়োটা নতুন Rumion নিয়ে এসেছে। গাড়িটি তিনটি ভিন্ন কনফিগারেশন – Toyota Roomian S, Toyota Roomian G, এবং Toyota Roomian V তে বাজারে উপলব্ধ। যে দাম এবং বাজেটে গাড়িটি এসেছে তা বাজারের অন্যান্য গাড়িকে কঠিন প্রতিযোগিতা দেয়।

toyota rumion
toyota rumion

পেট্রোল এবং CNG ভার্সনে উপলব্ধ Rumion। এখানে 1.5 লিটার ইঞ্জিন রয়েছে যা মোট 102 hp শক্তি এবং 136.8 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। মোট 64.6 kw এর সর্বোচ্চ শক্তি উৎপন্ন করতে পারে Toyota Rumion এর ইঞ্জিন। 5 স্পিড ম্যানুয়াল এবং 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সাথে পেট্রোল ভার্সনে 20.51 কিমির মাইলজে পাওয়া যায়। বাজারে এল নতুন Rumion, 7 আসনের বাজারে শক্ত প্রতিযোগিতা দিচ্ছে টয়োটা

অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 17.78-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম। রিমোট ক্লাইমেট কন্ট্রোল, স্মার্টওয়াচ কানেকটিভিটির মতো উন্নত বৈশিষ্ট্য। এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেকফোর্স ডিস্ট্রিবিউশন (EBD), অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (ABD) এর মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও মজুদ রয়েছে।

বাজারে এল নতুন Rumion, 7 আসনের বাজারে শক্ত প্রতিযোগিতা দিচ্ছে টয়োটা

Rumion গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.29 লক্ষ টাকা থেকে। টপ মডেলের এক্স শোরুম দাম 13.68 লক্ষ টাকা। এখানে উল্লেখ্য যে, গাড়িটি কম সময়েই দারুণ বুকিং হওয়ায় অপেক্ষার সময়সীমা 6-7 মাস পর্যন্ত বাড়িয়ে দেয় টয়োটা।

About Author