Read In
Whatsapp
Car News

Innova-কে জোর টেক্কা দেবে Maruti-র Eeco, মাত্র ৫ লাখে ঝাক্কাস লুকের সঙ্গে পাবেন শানদার মাইলেজ!

মারুতি সুজুকি তাদের ৭ সিটার সেগমেন্টে নতুন Ecco গাড়িটি লঞ্চ করেছে বাজারে। প্রথম থেকেই সেই নিয়ে দূর্দান্ত প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে। নতুন লুক এবং দুর্দান্ত মাইলেজ গাড়িটির বিক্রির মেন সেলিং পয়েন্ট। আগের ভার্সনটি দেখতে বেশ সাদামাটা হলেও নতুন গাড়ি ঝড় তুলেছে বাজারে। গাড়িটির রক্ষণাবেক্ষণ খরচও কম হওয়ায় মানুষের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেছে মারুতি ইকো আর্টিগা।

মাত্র ৫ লক্ষ টাকায় Maruti Suzuki নিজেদের সবচেয়ে সস্তার সেভেন সিটার গাড়ি লঞ্চ করে বাজারে উত্তেজনা তৈরী করেছে। এই ভ্যানটি বাজারে বেশ জনপ্রিয়। ২৭ কিমি মাইলেজের সাথে দারুণ ডিজাইন এবং দুর্দান্ত স্পেক্স, সমস্ত কিছু মিলে মানুষের পছন্দের হয়ে ওঠে সেটি। সদ্যই সেই গাড়িটির ১৩টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে মারুতি সুজুকি। সেখানে ইঞ্জিন থেকে শুরু করে এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র, সমস্ত জায়গাতেই বিরাট পরিবর্তন আনা হয়েছে।

eeco

মারুতি সুজুকি গাড়িটি বাজারে এনেছে মোট ১৩ টি ভ্যারিয়েন্টে। সেখানে আপনি ৭ সিটার, ৫ সিটার সহ কার্গো, ট্যুর পাশাপাশি অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু ভার্সন রয়েছে। আবার গাড়ির সাথে বিনামূল্যে CNG কিটও পেয়ে যাচ্ছেন আপনি। গাড়িতে নতুন ১.২ লিটারের ডুয়াল জেট পেট্রোল ইঞ্জিন ব্যাবহার করেছে মারুতি সুজুকি। যা ৮০.৭৬ PS সর্বোচ্চ শক্তি এবং ১০৪.৪Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। CNG ক্ষেত্রে সেটি সর্বোচ্চ ৮০.৭৬ PS শক্তি এবং ৯৫ Nm পিক টর্ক তৈরি করতে পারে।

৫-স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে যুক্ত ইঞ্জিনটি পেট্রোল ভার্সনে ২০.২০ কিলোমিটার মাইলেজ দেয়। CNG ভ্যারিয়েন্টে পেয়ে যাচ্ছেন ২৭.০৫ কিমি/কেজি মাইলেজ। বাজারে এটি লড়াই করবে Innova এর সাথে। যদিও দামের হিসেবে দুটি সম্পূর্ন আলাদা গাড়ি। কারণ Innova গাড়িটির দাম শুরু হচ্ছে ২০ লক্ষ টাকার আশেপাশে। সেখানে 5 সিটার Eeco গাড়িটির দাম শুরু হচ্ছে ৫.২৫ লাখ থেকে।eeco

উল্লেখ্য গাড়িতে রয়েছে একদম নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্টিয়ারিং হুইল, কেবিন এয়ার ফিল্টার (AC ভেরিয়েন্ট), AC রোটারি কন্ট্রোলের মতো ফিচারস। এছাড়া উন্নত নিরাপত্তার জন্য সেখানে ইঞ্জিন ইমোবিলাইজার, সামনের সিটে ডুয়াল এয়ারব্যাগ সহ অতিরিক্ত ফিচারস। নতুন Eeco যে ফিচারস নিয়ে এসেছে তাতে বাজারে ধুম পড়ে গিয়েছে এবং মারুতি সুজুকিরই আরেকটি গাড়ি Ertiga কে বড় চ্যালেঞ্জ জানিয়েছে Eeco।

Back to top button