Read In
Whatsapp
Car News

আসছে 5 দরজার নতুন থার, লঞ্চের আগেই দেখে নিন ফাঁস হওয়া সমস্ত তথ্য

টাটা মোটরসের মতোই আগামী বছরের জন্য তৈরি হচ্ছে Mahindra। একগুচ্ছ গাড়ি আনছে Mahindra। কিন্তু এতসবের মধ্যে সবচেয়ে বেশি লাইমলাইটে রয়েছে 5 দরজার Thar। খবর অনুযায়ী আগামি বছরের মাঝামাঝি সময় লঞ্চ হবে এই গাড়িটি। মারুতি সুজুকি জিমনি-কে টক্কর দেবে নতুন Thar। খবর মিলেছে আপতত কোম্পানিটি থারের এই নয়া সংস্করণের উপযুক্ত নাম অনুসন্ধানে ব্যস্ত।

নামকরণ ছাড়াও 5 দরজাবিশিষ্ট মাহিন্দ্রা থার ও দরজাবিশিষ্ট থারের থেকে অনেকটাই আলাদা। নতুন সংস্করণে রয়েছে নতুন ফ্রন্ট গ্রিল, LED হেডল্যাম্প সঙ্গে DRL এবং LED ফগ ল্যাম্প। সেই সাথে গাড়ির হেডল্যাম্পের ডিজাইনও বদলাতে চলেছে সংস্থা। তবে পিছনের দিকে গাড়ির টেইল ল্যাম্প ডিজাইনে কোনও পরিবর্তন করা হচ্ছেনা বলেই খবর।

সেইসাথে নতুন অ্যালয় হুইল, সংশোধিত বাম্পার ডিজাইন, একটি সিঙ্গেল প্যান সানরুফ এবং অবশ্যই এক জোড়া অতিরিক্ত দরজা সহ একাধিক বদল আনা হয়েছে এই গাড়িতে। দীর্ঘ হুইলবেস থারের ভেতরেও অত্যাধুনিক ফিচার্স দিচ্ছে সংস্থাটি। আসন্ন SUV-তে প্রত্যাশিত বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে একটি বড় 10-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, সামনের আর্মরেস্ট, একটি নতুন স্টিয়ারিং হুইল, সিলিং-মাউন্ট করা স্পিকার এবং আরও অনেক কিছু।

তবে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিসট্যান্স সিস্টেম (ADAS) প্রযুক্তির অন্তর্ভুক্তি এখনও অনিশ্চিত রয়ে গেছে। ইঞ্জিনের কথা বললে, 2.2-লিটার mHawk ডিজেল ইঞ্জিন এবং 2.0-লিটার mStallion পেট্রোল ইঞ্জিন দেওয়া হতে পারে এতে। এছাড়াও 6-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন বা 6-স্পীড অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প দেওয়া হবে এতে। এমতাবস্থায় শোনা যাচ্ছে, এই নয়া গাড়ির নাম রাখা হতে পারে থার আরমাদা। দামের কথা বললে, সংস্থাটি এখনও এই প্রসঙ্গে কোনও ইঙ্গিত দেয়নি।

Back to top button