বাজারে আসামাত্রই বাজিমাত করেছে মারুতির নতুন গাড়ি Maruti Brezza। গাড়িটির CNG ভার্সন এমনই বাজেট ফ্রেন্ডলি যে, গ্রাহকদের পছন্দের তালিকায় এক নম্বরে চলে এসেছে ব্রেজা। গত অক্টোবরে গাড়িটির মোট 16,050টি ইউনিট বিক্রি হয়েছে। যা কি না গত বছরের তুলনায় 61 শতাংশ বেশি। সেগমেন্টের এক নম্বর SUV-র স্থান দখল করে নিয়েছে Maruti Suzuki Brezza।
দামের কথা বললে, এই কম্প্যাক্ট SUV-র বাজারদর শুরু হয় প্রায় 9 লক্ষ টাকা থেকে। এই দামের মধ্যে এই গাড়িটিকে সেরা বিবেচনা করার কারণ বল এর মাইলেজ এবং আকর্ষণীয় ডিজাইন। কারণ এই দামের মধ্যেই Maruti Suzuki Brezza, স্করপিও-র সাথে প্রতিযোগিতা করার ক্ষমতা রাখে। এই কারণেই নতুন Brezza বর্তমানে বাজারে প্রথম সাবকমপ্যাক্ট SUV হয়ে উঠেছে।
Maruti Brezza S-CNG-তে রয়েছে চমৎকার সব বৈশিষ্ট্য। বলা হচ্ছে Maruti-এর CNG সেগমেন্টের সবচেয়ে আপডেটেড গাড়ি এটি। এতে রয়েছে ইলেকট্রনিক্যালি অ্যাডজাস্টেবল ORVM, 12-ভোল্ট পাওয়ার সকেট, স্টিল রিমস, হ্যালোজেন প্রজেক্টর হেডল্যাম্প, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম, ISOFIX চাইল্ড সিট মাউন্ট, হাঙ্গর ফিন অ্যান্টেনা, অল-ব্ল্যাক ইন্টেরিয়র, কি-লেস এন্ট্রি, ড্রাইভার-সাইড অটো আপ/ডাউন উইন্ডো এবং হিল হোল্ড অ্যাসিস্ট।
গাড়িটির শক্তিশালী ইঞ্জিন এবং মাইলেজের কথা বললে এতে আপনি পেয়ে যাবেন 1.5-লিটার naturally aspirated biofuel petrol engine। CNG মোডে এটি 121.5 নিউটন মিটারের পিক টর্ক সহ 86.7 bhp শক্তি উৎপন্ন করে। পেট্রোল মোডে, ইঞ্জিনটি 136 NM এর পিক টর্ক সহ 99.2 bhp শক্তি উৎপন্ন করে। এই শক্তিশালী ইঞ্জিনের সাহায্যে, গাড়িটি প্রায় 32 কিলোমিটারের মাইলেজ দিতে সক্ষম।