
কমদামী গাড়ির বাজারে মারুতি সুজুকির বাজার সবচেয়ে বড়। যদিও বৈদ্যুতিন গাড়ির বাজারে কোম্পানির এখনো পর্যন্ত উপস্থিতি নেই। কিন্তু CNG থেকে পেট্রোল, ডিজেল ইত্যাদির বাজারে একচেটিয়া রাজ করে মারুতি সুজুকি। মারুতি সুজুকির হয়ে ব্যাটন চালাচ্ছে নতুন সুইফ্ট। আবারো বিক্রির নতুন রেকর্ড গড়েছে Swift।
খুব শীঘ্রই সংস্থাটির জনপ্রিয় মডেল সুইফটের একটি নতুন সংস্করণ লঞ্চ করার পরিকল্পনা করেছে মারুতি সুজুকি। 30.9 কিলোমিটারের বেশি মাইলেজ পাওয়া যাবে।নতুন ডিজাইন করা গ্রিল, নতুন এলইডি এবং সামনের দিকে মসৃণ হেডল্যাম্প। এবং এতে রয়েছে আপডেটেড ফ্রন্ট বাম্পার, ব্ল্যাক-আউট পিলার এবং ছাদে রয়েছে প্যানারোমিক রুফ টপ।
5.99 লক্ষ টাকার এক্স শোরুম দামের সাথে CNG তে 30.9 কিমি, পেট্রোলে 22.38 কিমি মাইলেজ দেয় swift। 1197 সিসির 1.2 লিটার ইঞ্জিন 89 bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। গাড়িটিকে স্পোর্টি এবং আকর্ষণীয় লুকের সাথে বাজারে আনছে মারুতি সুজুকি। 10 লাখের বাজেটে গাড়িটিকে সেরা বলা চলে।
পরিসংখ্যান অনুযায়ী গত 3 মাসে গাড়িটির বিক্রি বেড়েই চলেছে। জুন মাসে মোট Swift বিক্রি হয় 15,955 টি। এরপর জুলাই মাসে 17,896 টি Swift বিক্রি হয়। আগস্ট মাসে Swift বিক্রি হয়েছে 18,653 সংখ্যক। পুরোনো হয়ে গেলেও এখনো চাহিদা কমেনি Swift গাড়িটির।