Read In
Whatsapp
Car News

ফেব্রুয়ারিতে বড় অফার মারুতি সুজুকির, নতুন গাড়িতে থাকছে 1.5 লক্ষ টাকার বাম্পার ডিসকাউন্ট

ফেব্রুয়ারি মাসে ধামাকাদার অফার নিয়ে হাজির মারুতি সুজুকি। তাই আপনার যদি এসময় গাড়ি কেনার প্ল্যান তাহলে এই তো সুযোগ। একাধিক গাড়িতে পাওয়া যাচ্ছে বাম্পার ছাড়। একেবারে দেড় লক্ষ টাকা ছাড়ের সাথে কিনতে পারেন নতুন জিমনি। এছাড়া ছাড় রয়েছে আরও নানান হ্যাচব্যাক এবং সেডানের ওপর। তাহলে চলুন অফার সম্পর্কে জানাই আপনাদের।Maruti Suzuki Showroom 246b

কোন কোন গাড়িতে কত ছাড় পাওয়া যাচ্ছে?
বিভিন্ন গাড়িতে বড় ছাড় রয়েছে। বড় ছাড় পাওয়া যাচ্ছে Ignis, Jimny, Fronx, Grand Vitara তে। কত ছাড় পাওয়া যাচ্ছে তা নীচে দেওয়া হলো।

Maruti Suzuki Ignis: Front Left Side 47 Ignis এ মোট 20,000 টাকার নগদ ছাড় সহ 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস এবং 4,000 এর কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে। এই অফার 2024 সালের মডেলে, এছাড়া 2023 সালের মডেলের ওপর 40,000 এর নগদ ছাড় এবং 15 হাজারের এক্সচেঞ্জ বোনাস সহ 4000 টাকার কর্পোরেট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে।

Jimny: Maruti JimnyJimny তে ছাড় থাকছে 1.5 লক্ষ টাকার নগদ ছাড় সহ 3,000 এর কর্পোরেট ডিসকাউন্ট। গাড়িটির দাম শুরু হচ্ছে 12.74 লক্ষ টাকা থেকে।

Fronx:  Maruti Suzuki Fronx 3SUV সেগমেন্টে আসা এই গাড়িতে মোট 30,000 টাকার নগদ ছাড় সহ 10,000 টাকার এক্সচেঞ্জ বোনাস পাওয়া যায়। পুরাতন মডেলে নগদ ছাড় রয়েছে 60,000 টাকার।

Grand Vitara:Grand VitaraMaruti Suzuki Grand Vitara গাড়িটির 2023 মডেলে থাকছে 25,000 টাকার নগদ ছাড় সহ 50,000 টাকার এক্সচেঞ্জ অফার। গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.70 লক্ষ টাকা থেকে।

কতদিন রয়েছে অফার?
মারুতি সুজুকির বাম্পার ডিসকাউন্ট কেবল ফেব্রুয়ারিতেই উপলব্ধ। তাই গাড়ি কেনার প্ল্যান থাকলে এই মাসের মধ্যেই গাড়ি কিনে ফেলতে হবে।

Back to top button