Read In
Whatsapp
Car News

Maruti সুজুকি নিয়ে আসছে তাদের স্পেশ্যাল এডিশন সেলেরিও, দাম মাত্র এত

Maruti Suzuki Celerio গাড়িটি ভারতের বাজারে ভালই বিক্রি হয়। কিন্তু সম্প্রতি দেখা গিয়েছে হ্যাচব্যাকটির বিক্রি বেশ অনেকখানি কমে গিয়েছে। আর তার ফলস্বরূপ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মারুতি সুজুকি। নতুন আপডেটেড লুকের সাথে গাড়িটি আসতে পারে বাজারে।

এখানে উল্লেখ্য যে, Celerio গাড়িটির ডিজাইনে সেরকম পরিবর্তন আসছেনা। মারুতি সুজুকি নতুন রিফ্রেশ লুকের সাথে উন্নত ফিচারসের মাধ্যমে বিশেষ সংস্করণ লঞ্চ করতে চায় বাজারে। Celerio-এর আসন্ন বিশেষ সংস্করণে নতুন ড্রাইভার ডিসপ্লে, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, নেভিগেশন সাপোর্ট, পার্কিং ক্যামেরা এবং বিভিন্ন নিরাপত্তা বৈশিষ্ট্যের মতো উন্নত ফিচারস থাকবে বলে আশা করা হচ্ছে।

নতুন celerio তে বাম্পার, গ্রিল, ফগ লাইট, সাইড লাইট এবং LED লাইটিং সহ গাড়ির বাইরের অংশেও বড় পরিবর্তন আসবে। নতুন পরিবর্তনগুলি সম্ভাব্য ক্রেতাদের কাছে গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলতে চলেছে। এখন দেখার গাড়িটি কবে লঞ্চ হয় বাজারে।

বর্তমানে Maruti Celerio-এর দাম রয়েছে 5.37 লক্ষ টাকা থেকে 7.15 লক্ষ টাকার মধ্যে। বিশেষ সংস্করণটির দামও এই দামের আশেপাশেই থাকার সম্ভাবনা অধিক। মাইলেজের ক্ষেত্রে, সেলেরিওর লেটেস্ট মডেলটি 34 কিমির রেকর্ড মাইলেজ দেয়। এখন দেখার লেটেস্ট মডেলে সেখানে কোনো পরিবর্তন আসে কিনা।

Back to top button