মারুতি সুজুকির বেস্ট সেলিং ভ্যান Omni। পরবর্তী সময়ে Omni বন্ধ কর দিয়ে Eeco গাড়িটি লঞ্চ করে তারা। বর্তমানে গাড়িটির লেটেস্ট ভার্সন লঞ্চ করেছে কোম্পানি। স্বল্প বাজেট পরিসরে বড় গাড়ি যারা খুঁজছেন তাদের জন্য একেবারে আদর্শ এই Eeco। ৭ আসনের ক্যাটেগরিতে দারুণ অপশন এটি।
Eeco গাড়িটির আগের ভার্সন দেখতে বেশ সাদামাটা হলেও নতুন গাড়িটি ঝড় তুলেছে বাজারে। একে তো গাড়িটির দাম কম, সেই সাথে রক্ষণাবেক্ষণ খরচও বেশ কম হওয়ায় মানুষের কাছে বেশ আকর্ষণীয় হয়ে ওঠেছে Eeco। ২১ কিমি মাইলেজের সাথে সাথে দারুণ ডিজাইন এবং দুর্দান্ত স্পেক্স রয়েছে গাড়িতে। মারুতি সুজুকি এই গাড়িটির মোট ১৩টি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে বাজারে। পছন্দমত কার্গো, ট্যুর অ্যাম্বুলেন্স সহ বেশ কিছু ভার্সন রয়েছে সেখানে।
ইঞ্জিনের ক্ষমতা: গাড়িতে নতুন ১.২ লিটারের ডুয়াল জেট VVT পেট্রোল ইঞ্জিন ব্যাবহার করেছে মারুতি সুজুকি। যা মোট ৮০.৭৬ PS শক্তি এবং ১০৪.৪Nm পিক টর্ক জেনারেট করতে সক্ষম। CNG ক্ষেত্রে গাড়িটি মোট ৮০.৭৬ PS শক্তি তৈরি করতে পারে এবং সেটির পিক টর্ক রয়েছে ১০৪ Nm। ইঞ্জিনটি যুক্ত রয়েছে মোট ৫-গতির ম্যানুয়াল ট্রান্সমিশনের সাথে।
মাইলেজ: পেট্রোল ভার্সনে Eeco এর মাইলেজ ২২ কিলোমিটার। CNG ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন ৩৫ কিমি/কেজি।
ফিচারস: Eeco তে রয়েছে একদম নতুন ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, স্টিয়ারিং হুইল, কেবিন এয়ার ফিল্টার (AC ভেরিয়েন্ট), AC রোটারি কন্ট্রোলের মতো ফিচারস। এছাড়া উন্নত নিরাপত্তার জন্য সেখানে ইঞ্জিন ইমোবিলাইজার, সামনের সিটে ডুয়াল এয়ারব্যাগ সহ অতিরিক্ত ফিচারস।
দাম: বাজারে Maruti EECO-এর দাম শুরু হচ্ছে 5 লক্ষ টাকা থেকে।