মারুতি সুজুকি Ertiga গাড়িটির নতুন ভার্সন বাজারে এসেছে। মোটামুটি ভালই হাইপ তৈরি হয় গাড়িটিকে নিয়ে। 7 আসনের গাড়িটি রেকর্ড বিক্রি হয় গত কয়েক বছরে। বাজারে অবশ্য Ertiga গাড়িটির প্রধান প্রতিদ্বন্দ্বী Mahindra Bolero। মাহিন্দ্রার গাড়িটি বেশ শক্তিশালী হলেও নতুন Ertiga facelift ভার্সন বাজারে দারুণ টেক্কা দেবে Bolero কে। নতুন ভার্সনে আবার যুক্ত হয়েছে একগুচ্ছ নতুন ফিচারস।
Ertiga 2024 গাড়িটিতে অবশ্য শুধু নতুন ফিচারস যোগ হয়েছে তাই না, সেইসাথে গাড়িটির ডিজাইনও বেশ পরিবর্তন আনা হয়েছে। অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটোর সাথে সাথে Amazon Alexa এর সাপোর্টও রয়েছে গাড়িতে। স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো অ্যান্টি লক ব্রেকিং, এয়ার কন্ডিশনার, গাড়ির সুরক্ষার জন্য সেখানে কার ট্র্যাকিং, টো অ্যালার্ট এবং ট্র্যাকিং, জিও-ফেন্সিং, ওভার স্পিডিং অ্যালার্ট এবং রিমোট ফাংশনের মতো বৈশিষ্ট্য উপস্থিত রয়েছে সেখানে।
Maruti Suzuki Ertiga MPV তে BS6 সিরিজের 1462 সিসি 1.5 লিটারের পেট্রোল ইঞ্জিনও থাকছে। ইঞ্জিনটি সর্বোচ্চ 103 PS শক্তি এবং 137 Nm টর্ক সরবরাহ করতে সক্ষম। বাজারে Petrol এবং CNG, দুই ভার্সনই নিয়ে আসছে মারুতি। 8 লক্ষ টাকা থেকে 13 লক্ষ টাকা দাম পড়বে Ertiga এর। কিন্তু বেশ সস্তায় কিনতে হলে কি করবেন? চলুন দেখে নেওয়া যাক।
সস্তায় কিনতে হলে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলোই অধিক উপযুক্ত। আপনি বেশ কিছু সুযোগ সুবিধা পাবেন এই গাড়িগুলোতে। Ertiga এর সেকেন্ড হ্যান্ড গাড়ির অফার গুলো দেখুন:-
1) Cartrade এর সাইটে লিস্টেড রয়েছে গাড়িটি। গুরুগ্রাম রেজিস্ট্রেশন সহ Ertiga 2017 সালের গাড়িটির দাম পড়বে 5.5 লক্ষ টাকা।
2) Olx এর সাইটে উপলব্ধ 2016 সালের Ertiga এর দাম 4 লক্ষ টাকা। এই গাড়িটিও দিল্লিতে রেজিস্টার্ড রয়েছে।
3) Droom এর সাইটে থাকা Ertiga 2015 গাড়িটির জন্য আপনাকে 3 লক্ষ টাকা দিতে হবে।