মারুতি সুজুকি ভারতের গাড়ির বাজারে সবথেকে বড় প্লেয়ার। ন্যূনতম দামে দূর্দান্ত সব গাড়ি লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে তারা। ভারতের মোট দুই ধরনের ডিলারশিপের মাধ্যমে গাড়ি বিক্রী করে মারুতি সুজুকি। এগুলো হলো Erena এবং Nexa। এরিনা ডিলারশপের অধীনে আসা বিভিন্ন গাড়ি যেমন Alto, WagonR, Swift ইত্যাদিতে হামেশাই ছাড় দিয়ে থাকে কোম্পানি। অথচ Nexa ডিলারশিপের অধীনে থাকা গাড়িগুলোতে সেরকম অফার চলেনা।
Maruti Suzuki Baleno সেরকমই দারুণ কিছু অফার নিয়ে এসেছে। Nexa ডিলারশিপের অধীনস্থ Baleno গাড়িটি দেশের বাজারে ভালই ফলাফল দেখিয়েছে। শক্তিশালী ইঞ্জিন সহ দারুণ ডিজাইনের বদান্যতায় বাজারে বিক্রির সংখ্যাও যথেষ্ট বেশী। এবার সেই গাড়িটিই কম টাকায় নিতে পারেন। কীভাবে? চলুন জানাচ্ছি।
প্রথমেই আপনাদের জানিয়ে রাখি যে, Maruti Suzuki Baleno গাড়িতে Naturally Aspirated 1.2 লিটারের পেট্রোল ইঞ্জিন রয়েছে। এটি মোট 90Bhp শক্তি এবং 113 Nm টর্ক জেনারেট করতে সক্ষম। 5-স্পীড ম্যানুয়াল এবং 5-স্পীড AMT গিয়ারবক্স অপশনের সাথে বাজারে আসে গাড়িটি। CNG ভেরিয়েন্টও উপলব্ধ Baleno। CNG ইঞ্জিনটি মোট 77.49Bhp শক্তি এবং 98.5Nm টর্ক তৈরি করতে সক্ষম।
Maruti Suzuki Baleno-গাড়িটির বেস ভেরিয়েন্ট (Sigma) এর দাম শুরু হচ্ছে 6.56 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। একইসাথে গাড়িটির অন-রোড মূল্য রয়েছে 7.44 লক্ষ (দিল্লী) টাকা। গাড়িটি কেনার ইচ্ছে থাকলে। এস সস্তায় কিনে নিতে পারবেন আপনি। তাও মাত্র 1.5 লাখেই! এজন্য অবশ্য আপনাকে বাকিটা লোন নিতে হবে। কিন্তু এক্ষেত্রে কীরকম কি হিসেব রয়েছে তাও জানিয়ে দিচ্ছি আপনাদের।
মাত্র 1.5 লক্ষ টাকার ডাউন পেমেন্টে সাথে বাকি অংক EMI তে শোধ করতে পারেন। সেক্ষেত্রে আপনাকে প্রতি মাসে 12,577 টাকা হিসেবে মোট 7.54 লক্ষ টাকা দিতে হবে। অর্থাৎ 5 বছরের জন্য ঋণ নিতে হবে। গাড়িটির জন্য মোট 9.8% সুদ দিতে হলে সুদ বাবদ আপনাকে অতিরিক্ত 1.59 লক্ষ টাকা দিতে হচ্ছে।