SUV এর কথা বললে বিশেষ করে বাজেট সেগমেন্টে সেরা SUV এর কথা উঠলে নাম আসবে Mahindra Thar এবং নতুন Maruti Suzuki Jimny। দুই গাড়ি একে অপরের বিপরীতে দাঁড়িয়ে। লাইফস্টাইল Off roading সেগমেন্টে ধুন্ধুমার যুদ্ধ Thar এবং Jimny-র সম্প্রতি দুই গাড়ির বিক্রির রেকর্ড সামনে এসেছে।
বিগত বেশ কিছু সময় ধরেই Mahindra Thar এর জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। তরুণদের মাঝে জায়গা করে নিয়েছে গাড়িটি। এই সেগমেন্টে বাজার দখলের চেষ্টা করে Maruti Suzuki। তারা লঞ্চ করে নতুন Jimny গাড়িটি। ধরে নেওয়া হয়েছিল Thar এর বিক্রিতে বড় কামড় বসাবে নতুন Jimny, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক এর উল্টো।
জানুয়ারি 2024 এর ডেটা অনুযায়ী মারাত্মক খারাপ পারফর্ম করেছে Maruti Suzuki Jimny। যেখানে গত মাসে মোট 6059 টি Thar বিক্রি হয়েছে সেখানে Jimny-র বিক্রি মোটেই 163। অর্থাৎ বহু পিছনে মারুতির গাড়িটি। এখানে উল্লেখ্য যে, Thar এর পেট্রোল ভার্সনটির বিক্রি হয়েছে মাত্র 657 ইউনিট।
একনজরে পুরো হিসেব
মাস | Mahindra Thar | Maruti Suzuki Jimny | Difference |
January 2024 | 6,059 | 163 | 5,896 |
বিক্রয় কমে যাচ্ছে দেখে বড় পদক্ষেপ নেয় Maruti Suzuki। গত ডিসেম্বরে কোম্পানি তাদের নতুন অফ-রোডারের থান্ডার সংস্করণ চালু করে। এটি ছিল SUV এর সম্পূর্ণ Accessorized ভার্সন। আর এই গাড়ির ওপর মোট 2 লক্ষ টাকার ছাড় পাওয়া যাচ্ছিল। কিন্তু সেই বিশেষ সংস্করণটি সরিয়ে নেয় Maruti Suzuki। বর্তমানে আর বিক্রয়ের জন্য উপলব্ধ নেই Jimny Thunder Edition।