বৈদ্যুতিক গাড়ির বাজার ধীরে ধীরে বেড়ে চলেছে। বিশ্বব্যপী ট্রেন্ডে গা ভাসিয়ে ভারতীয়রাও দেদার বৈদ্যুতিন গাড়ি কিনে চলেছে। এই বাজারে টাটা মোটরস বাকিদের থেকে অনেকখানি এগিয়ে। Nexon EV বাজারে বেশ হাইপ তৈরি করেছে। আসছে Punch এবং Harrier এর বৈদ্যুতিক ভার্সন। কিন্তু এবার ইলেকট্রিক গাড়ির দৌড়ে সামিল মাহিন্দ্রাও।
মাহিন্দ্রা নিয়ে এসেছে XUV 400 এর বৈদ্যুতিক ভার্সন নিয়ে আসছে তারা। চলুন দেখে নেওয়া যাক কী কী ফিচারস থাকবে নতুন গাড়িতে।
মাহিন্দ্রার নতুন EV ও সেয়ানে সেয়ানে টক্কর দিচ্ছে Nexon কে। দুটি ভেরিয়েন্ট মোট 10টি ভিন্ন ভিন্ন রঙের সাথে উপলব্ধ। 5 সিটার গাড়িটিতে দুই ধরনের ব্যাটারি প্যাক রয়েছে। একবার ফুল চার্জে XUV 400 ছুটতে পারে 375 কিমি পর্যন্ত। সাথে 50 kW DC ফাস্ট চার্জার 50 মিনিটেই 80% চার্জ সম্পূর্ন করে দেয়।
অতিরিক্ত ফিচারসের মধ্যে রয়েছে 7 ইঞ্চির টাচস্ক্রিন সিস্টেম, ফোল্ডেবল ORVM, ছয়টি এয়ারব্যাগ, কর্নারিং ব্রেক কন্ট্রোল, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল (ESC)। অটোমেটিক ট্রান্সমিশনের সাথে গাড়িতে একটি সিঙ্গেল-পেন সানরুফ, পুশ-বাটন স্টার্ট-স্টপ, রিয়ার পার্কিং ক্যামেরাও পাবেন আপনি।
দাম: XUV 400 এর বেস মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 15.99 লক্ষ টাকা থেকে। গাড়িটির টপ স্পেক মডেলের এক্স শোরুম দাম পড়বে 19.5 লক্ষ টাকা।