Read In
Whatsapp
Car NewsCeleb's Collection

হিটম্যান রোহিত এবং প্যাট কামিন্সের মধ্যে কার গাড়ির কালেকশন বেশি? দেখে নিন

গোটা বিশ্বজুড়ে এখন বিশ্বকাপের উন্মাদনা। আগামী রবিবার টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মা এবং প্যাট কামিন্স। গোটা দুনিয়ার নজর থাকবে ভারত ও অস্ট্রেলিয়ার উপর। ক্রিকেট দুনিয়ায় এই দুটো নামই ব্যাপক জনপ্রিয়। এরা দুজনেই বাইশ গজে যেমন তাণ্ডব চালাতে ওস্তাদ তেমন মাঠের বাইরেও বাঁচেন রাজার মত। তাদের শখ-আহ্লাদ দেখলে মাথা খারাপ হবে।

এমনিতে ক্রিকেট দুনিয়ার লোকজনরা একটু বিলাসবহুল জীবন যাপন করতেই বেশি ভালোবাসেন। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মার আবার গাড়ির প্রতি ঝোঁক বেশি। তার গাড়ির কালেকশনের মধ্যে রয়েছে ল্যাম্বরগিনির মত সুপারকার। হিটম্যানের গ্যারাজের শোভাবর্ধন করছে একাধিক বিলাসবহুল চারচাকা। আর তাকে সমানে টক্কর দিয়ে চলেছেন, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সও।

জেনে অবাক হবেন যে, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কের গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। যারমধ্যে রয়েছে উল্লেখযোগ্য হল Lamborghini Urus। ভারতীয় মুদ্রায় এই গাড়ির দাম প্রায় 4.18 কোটি টাকা। জনপ্রিয় এই এসইউভি-র লুক এবং পারফরম্যান্সের গুনগান গোটা বিশ্বে সমাদৃত। এতে রয়েছে 4 লিটার V8 ইঞ্জিন যা সর্বোচ্চ 641 হর্সপাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম। গাড়িটি মাত্র 3.5 সেকেন্ডে 0 থেকে 100 কিমি স্পিড তুলতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ 305 কিমি প্রতি ঘণ্টা।

এছাড়াও রোহিত শর্মার গ্যারাজে রয়েছে :

Skoda Laura – দাম 12.5 লাখ টাকা
Toyota Fortuner – দাম 32.59 লাখ টাকা
BMW X3 – দাম 61.90 লাখ টাকা
Mercedes GLS 400d – দাম 1.29 কোটি টাকা
BMW M5 Formula 1 এডিশন – দাম 1.73 কোটি টাকা

প্যাট কামিন্সের গাড়ি কালেকশন : অস্ট্রেলিয়ার অধিনায়ক মূলত তার ক্ষুরধার বোলিং-র জন্য বিশেষ পরিচিত। বোলিং এবং ব্যাটিং-র পাশাপাশি রাস্তাতেও তিনি স্পীডে ছুটতেই পছন্দ করেন। অধিনায়কের গ্যারাজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। প্যাট কামিন্সের কাছে রয়েছে BMW, Audi এবং Land Rover Range Rover Sport এর মতো গাড়ি।

যদিও খুব বেশি দামি গাড়িতে ঘুরতে পছন্দ করেননা প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ান অধিনায়কের কাছে থাকা ল্যান্ড রোভারের দাম প্রায় 1.64 – 1.84 কোটি টাকা (ভারতীয় মুদ্রা)। জনপ্রিয় এই গাড়িটি সর্বোচ্চ 346 হর্সপাওয়ার শক্তি জেনারেট করতে সক্ষম। গাড়িটির সর্বোচ্চ গতিবেগ প্রায় 234 কিমি প্রতি ঘণ্টা।

Back to top button