Kia India সম্প্রতি তাদের নতুন Seltos গাড়িটি লঞ্চ করেছে। ম্যানুয়াল গিয়ারবক্স এবং ডিজেল ইঞ্জিনের সাথে গাড়িটি বাজারে এসেছে। নতুন মডেল 6 গতির ম্যানুয়াল গিয়ার রয়েছে। আর এটিই এখন Seltos লাইনআপে যুক্ত হবে। বেস Seltos (KIA Seltos) এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 12 লক্ষ টাকা থেকে। চলুন তাহলে গাড়িটির সম্পর্কে সমস্ত তথ্য দেখে নেওয়া যাক।
নতুন ডিজেল-ম্যানুয়াল বিকল্পের সাথে Seltos গাড়িটি নির্বাচিত ইঞ্জিনের উপর নির্ভর করে ম্যানুয়াল, iMT, টর্ক কনভার্টার অটোম্যাটিক, CVT অটোম্যাটিক (IVT) এবং DCT অটোম্যাটিক গিয়ারবক্স বিকল্পগুলির সাথেও উপলব্ধ। এর আগেও Seltos বাজারে বিপুল বিক্রি হয়েছে। কিন্তু সেবার ডিজেল ম্যানুয়াল ভার্সনটিই বিক্রির বড় অংশ দখল করে। iMT মডেল প্রায় ঢাকা পড়ে যায়।
এদিকে সম্প্রতি বাজারে এসেছে Seltos গাড়িটির চির-প্রতিদ্বন্দ্বী Creta Facelift। সেখানেও ডিজেল-ম্যানুয়াল ভেরিয়েন্ট রয়েছে। ক্রেতাদের আকর্ষণ করার জন্য ম্যানুয়ালটি পুনরায় চালু করা ছাড়া Kia-এর কাছে আর কোনও বিকল্প নেই। ফেসলিফটেড ক্রেটা আবার Diesel-iMT বিকল্পের সাথে আসেনা। Seltos ডিজেলে ভার্সনে একই 1.5 লিটার ইঞ্জিন রয়েছে যা Creta সহ Kia এবং Hyundai তাদের বাকি পণ্যগুলিতে ব্যবহার করে।
Seltos এ থাকা 1.5 লিটার ইঞ্জিন মোট 116 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়া গাড়িতে রয়েছে একটি প্যানোরামিক সানরুফ, ADAS ফিচার, ছয়টি এয়ারব্যাগ, 360-ডিগ্রি ক্যামেরা, ডুয়াল-জোন ক্লাইমেট কন্ট্রোল, হেড-আপ ডিসপ্লে, দুটি 10.25-ইঞ্চি স্ক্রিন এবং একটি বোস-টিউনড 8-স্পীকার মিউজিক সিস্টেম।
সেলটোস ডিজেল-MT HTE, HTK, HTK+, HTX এবং HTX+ ভেরিয়েন্টে পাওয়া যায়, টপ-স্পেক ট্রিমের দাম 18.28 লক্ষ। অন্যদিকে ক্রেটা ডিজেল-MT এর টপ-স্পেক মডেলের এক্স শোরুম দাম 18.74 লক্ষ টাকা। অর্থাৎ দামের নিরীখে কিছুটা সস্তা Seltos। Kia অবশ্য এখনো তার GT-Line এবং X-Line পাওয়ারট্রেন শুরু করেনি।