KIA Motors তাদের লেটেস্ট Carens SUV টি বাজারে লঞ্চ করেছে। 8আসনের গাড়িটি খুব কম সময়েই জনপ্রিয় হয়ে ওঠেছে এবং Ertiga, XL 6 সহ Rumion এর বিক্রি কমিয়ে দিয়েছে। ফিচারস এবং ইঞ্জিনের শক্তি দেখলে চমকে উঠতে বাধ্য আপনি। চলুন দেখে নেওয়া যাক গাড়িটি কেমন ফিচারসের সাথে আসে।
ইঞ্জিন : KIA Carens গাড়িটি মোট দুই ধরেনের ইঞ্জিন অপশনে উপলব্ধ। এগুলো হলো পেট্রোল 7DCT এবং ডিজেল 6AT। প্রতিটি ভার্সনে তিন প্রকার ইঞ্জিন রয়েছে। এগুলো হলো 6-স্পীড ম্যানুয়াল গিয়ারবক্স সমেত 1.5-লিটার পেট্রোল ইঞ্জিন যা মোট 114 hp শক্তি এবং 144 Nm টর্ক উৎপন্ন করে।
6-স্পীড iMT এবং 7-স্পীড DCT গিয়ারবক্সের সাথে 1.5-লিটার টার্বো-পেট্রোল ইঞ্জিন রয়েছে মোট 158 bhp শক্তি এবং 253 Nm টর্ক উৎপন্ন করে। এবং তৃতীয়টি হলো 6-স্পীড iMT এবং 6-স্পীড অটোমেটিক গিয়ারবক্সের সাথে 1.5-লিটার ডিজেল ইঞ্জিন। সেটি মোট 115 bhp শক্তি সমেত 250 Nm টর্ক জেনারেট করতে সক্ষম।
প্রতিটি 6-সিটার কনফিগারেশনে পাওয়া যায়। চাহিদা মতো 8 আসনের SUV তে পরিণত করা যায় গাড়িটিকে। আপনি 10.25-ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে রয়েছে। ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ক্রুজ কন্ট্রোল, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট এবং সিঙ্গেল-পেন সানরুফ দেখতে পাবেন।
গাড়িটির দ্বিতীয় সারির সিটে রয়েছে ইলেক্ট্রিক ওয়ান-টাচ ফোল্ডিং সিস্টেম। 7-সিটার ভেরিয়েন্টের বুট স্পেস রয়েছে 216 লিটার। Kia Carens 15 ইঞ্চির বড় টায়ারের সাথে আসে এবং গাড়িটির সর্বোচ্চ গতি রয়েছে 174 kmph।
দাম: Kia Carens-এর বেস মডেলের এক্স শোরুম দাম 10.46 লক্ষ টাকা। টপ মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে 19.45 লক্ষ টাকা থেকে।