Read In
Whatsapp
Car News

Jimny নাকি Thar, সেরা অফ-রোডিং SUV কোনটি দেখে নিন

দেশের মধ্যে গাড়ির বাজারে SUV এর বিক্রি বাটা ভালই চলছে। তবে SUV এর মধ্যে যেগুলো রাফ অ্যান্ড টাফ, অর্থাৎ যেখানে অরিজিনাল SUV এর সমস্ত ফিচারস, যেমন ইঞ্জিন শক্তিশালী হওয়ার সাথে সাথে সমস্ত ওয়েদার এবং সব ধরণের ভূখণ্ডে চলতে সক্ষম এমন সুবিধা পাওয়া যায় তার সংখ্যা বেশ কম। বিগত সময়ে মাহিন্দ্রার থার এক্ষেত্রে চাহিদা পূরণ করে এলেও বর্তমানে মারুতির জিমনি বেশ ভালই টক্কর দিচ্ছে।

মাহিন্দ্রার থারকে টেক্কা দিচ্ছে মারুতি সুজুকির লেটেস্ট জিমনি। জিপসি এর পরবর্তী ভার্সন হিসেবে এসেছে গাড়িটি। আর আসার পর থেকেই বড় প্রতিযোগিতায় ফেলেছে থারকে। কিন্তু Mahindra Thar এবং Maruti Suzuki Jimny, এই দুই গাড়ির মধ্যে প্রতিযোগিতায় এগিয়ে কে? চলুন দেখে নেওয়া যাক।

ইঞ্জিন
মারুতি সুজুকি জিমনি: জিমনিতে রয়েছে 1.5 লিটার K15B পেট্রল ইঞ্জিন। এটি সর্বোচ্চ 103 hp শক্তি এবং 134 Nm টর্ক তৈরি করতে সক্ষম। 5 স্পিড ম্যানুয়াল এবং 4 স্পিড টর্ক কনভার্টার ট্রান্সমিশন রয়েছে সেখানে। সমস্ত ধরনের রাস্তায় চালানোর জন্য গাড়ির প্রত্যেক ভেরিয়েন্টেই রয়েছে AllGrip Pro 4×4 সিস্টেম।

মাহিন্দ্রা থার: থার গাড়িটিতে 1.5 লিটার ডিজেল, 2.2 লিটার ডিজেল এবং 2 লিটার পেট্রল, এই তিন ধরনের ইঞ্জিনের অপশন। আপনি নিজের পছন্দমত যেকোন একটি বেছে নিতে পারেন। একইসাথে 6 স্পিড ম্যানুয়াল ও 6 স্পিড অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা পাওয়া যায় এই গাড়িতে। Maruti Suzuki Jimny এর মতো এখানেও রিয়ার হুইল ড্রাইভের সুবিধা রয়েছে।

দেখে নিন বিভিন্ন বড় শহরে মারুতি জিমনি এবং মাহিন্দ্রা থার-এর অন-রোড দাম কত:

মাহিন্দ্রা থার:
দিল্লি – 12.86 – 20.20 লাখ টাকা
মুম্বই – 12.73 – 20.34 লাখ টাকা
কলকাতা – 11.62 – 18.84 লাখ টাকা
বেঙ্গালুরু – 13.29 – 21.21 লাখ টাকা
চেন্নাই – 12.88 – 20.44 লাখ টাকা

মারুতি সুজুকি জিমনি:
দিল্লি – 14.89 – 17.58 লাখ টাকা
মুম্বই – 15.14 – 17.88 লাখ টাকা
কলকাতা – 14.85 – 17.54 লাখ টাকা
বেঙ্গালুরু – 15.75 – 18.60 লাখ টাকা
চেন্নাই – 15.50 – 18.31 লাখ টাকা

Back to top button