সাত সিটার SUV এর ক্যাটাগরিতে একগুচ্ছ গাড়ি রয়েছে বাজারে। কিন্তু Mahindra এর নতুন XUV 700 এর মতো কোনোটিই এত জনপ্রিয় হয়নি। খুবই কম সময়ে বিখ্যাত হয়ে ওঠেছে XUV 700। কিন্তু আসন্ন তিনটি গাড়ি বড় চ্যালেঞ্জ জানাতে পারে মাহিন্দ্রার গাড়িটিকে।
1. 7-Seater Maruti Suzuki Grand Vitara:
Maruti Suzuki Grand Vitara-এর সাত-সিটার ভার্সনটি আগামী বছরের শেষের দিকে বা 2025 সালে লঞ্চ হবে। গত বছর মাঝারি আকারের SUV টি গ্রাহকদের মধ্যে দারুণ ভাবে সাড়া ফেলেছে তাই 7 সিটার সেগমেন্টে গাড়িটি আসতে পারে। 1.5 লিটার হাইব্রিড পেট্রোল ইঞ্জিনের সাথে আসতে পারে Grand Vitara।
2. 7-Seater Toyota Corolla Cross:
বিশ্বব্যাপী টয়োটা করোলা ক্রস লঞ্চ হলেও ভারতে সাত-সিটার হিসেবে ব্যবহারের জন্য পরিবর্তন করা হবে। কর্ণাটকের নতুন TKM প্ল্যান্টে 2026 সালের শুরুর দিকে উত্পাদিত হবে গাড়িটি। যেহেতু প্ল্যাটফর্ম সহ ইনোভা হাইক্রসের সাথে করোলা ক্রসের অনেক মিল রয়েছে, তাই আমরা আশা করা যাচ্ছে যে উভয় মডেলই নিজেদের বিট এবং বব শেয়ার করবে। টয়োটা এই MPV-তে 2.0L শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইঞ্জিন ব্যবহার করতে পারে।
3. Tata Safari Facelift:
Tata Safari ফেসলিফ্টের জন্য বুকিং শুরু হয়েছে। 25,000 টাকা দিয়েই গাড়িটি আপনার হতে পারে। শীঘ্রই লঞ্চ হবে ফেসলিফটেড হ্যারিয়ার এবং সাফারি। গাড়িটি দারুণ হতে চলেছে বলেই খবর। সম্পূর্ণরূপে আপডেটেড ফ্রন্ট ফ্যাসিয়া এবং পিছনের প্রান্ত থাকবে। গাড়ির অভ্যন্তরীণ অংশে বেশ কয়েকটি নতুন বৈশিষ্ট্য এবং প্রযুক্তি থাকবে। সাফারিতে 2.0L চার-সিলিন্ডার টার্বো ডিজেল ইঞ্জিনটি থাকবে যা 170 PS শক্তি এবং 350 Nm পিক টর্ক তৈরী করে।