SUV সেগমেন্ট নিয়ে নানান কোম্পানি দারুণ সক্রিয়। বর্তমান বাজারে SUV গাড়িগুলোরই বিক্রি বেড়েছে। মার্কেটের ট্রেন্ড বুঝে বহু কোম্পানি SUV সেগমেন্টে নিজেদের নানান গাড়ি নিয়ে হাজির। আগ্রাসী লুক এবং দারুণ কমফোর্টের সাথে ধামাকাদার ফিচারসের কারণে পরিপুষ্ট হয়ে উঠেছে এই SUV মার্কেট। আর এসবের মধ্যেই বাজারে এসেছে টাটা মোটরসের নতুন গাড়ি। সেটি কেমন চলুন দেখে নেওয়া যাক।
টাটা মোটরসের আসন্ন গাড়িটির নাম হতে চলেছে টাটা ব্ল্যাকবার্ড (Tata Blackbird)। খবর অনুযায়ীই Blackbird গাড়িটি Coüpe স্টাইলের সাথে আসতে চলেছে। তরুণ প্রজন্মকে টার্গেট করে গাড়িটির ডিজাইন করা হয়েছে। Tata Blackbird গাড়িটি এমনই দেখতে যা, আপনার চরিত্রের সাথে মানানসই হয়ে উঠবে। তবে শুধু লুক নয়, শক্তিশালী ফিচারসও থাকবে সেখানে।
নতুন গাড়িটি তৈরি করা হয়েছে Harrier এবং Nexon প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে।Tata BlackBird-এ 1.2-লিটার 4 সিলিন্ডার পেট্রোল ইঞ্জিন থাকবে। টার্বো ইঞ্জিনের বিকল্পও থাকতে পারে সেখানে। 130 bhp শক্তি উএবং 190 Nm এর পিক টর্ক সহ আসে Tata Blackbird। মাহিন্দ্রা থার গাড়িটিতে যেরকম ইঞ্জিন ব্যবহার করা হয়েছে অনেকটা সেরকমই শক্তিশালী ইঞ্জিন থাকবে এই গাড়িতেও। যদিও সেই নিয়ে এক্ষুনি কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি।
কালো থিমের সাথে আকর্ষণীয় লুক থাকবে এখানে। এছাড়া 8.8-ইঞ্চির টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম অ্যাপল কারপ্লে এবং অ্যান্ড্রয়েড অটো, উভয়ের সমর্থনের সাথেই আসে। ওয়্যারলেস চার্জার, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, প্যানোরামিক সানরুফ সমেত একগুচ্ছ ফিচারস দেখতে পাবেন সেখানে। ফিচার প্যাকড গাড়িটি হুন্ডাই ক্রেটা সহ একাধিক SUV এর সাথে টক্কর নেবে বাজারে।
6-স্পীড ম্যানুয়াল এবং ডুয়াল ক্লাচ CVT এবং শক্তিশালী ইঞ্জিনের সাথে সাথে 17 কিমির মাইলেজও দেবে টাটা ব্ল্যাকবার্ড। তবে টাটাদের নতুন গাড়ির দাম এবং কবে লঞ্চ হবে সেই সম্পর্কে এখনো সেভাবে কিছুই জানা যায়নি, কিন্তু আগামী বছরের শেষের দিকে গাড়িটি আসতে পারে বলেই খবর। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, গাড়িটির দাম শুরু হতে পারে 8 লক্ষ টাকা থেকে।