Read In
Whatsapp
Car NewsElectric Vehical

EV নয় 2024 এর নতুন ট্রেন্ড হতে চলেছে হাইব্রিড, বাজার দখল করবে এই পাঁচ গাড়ি

বর্তমানে EV গাড়ি নিয়ে উত্তেজনা বেড়েছে বাজারে। জ্বালানি গাড়ি ছেড়ে EV এর প্রতি টান রয়েছে আম জনতার। সমসাময়িকে হাইব্রিড গাড়িগুলোও বেশ বাজার ধরেছে। যারা EV এর মাইলেজ নিয়ে চিন্তিত তাদের জন্য একদম আইডিয়াল হাইব্রিড গাড়িগুলো। শীঘ্রই এই বাজারে বেশ কয়েকটি দারুণ হাইব্রিড গাড়ি লঞ্চ হতে চলেছে। চলুন সেগুলো দেখে নেওয়া যাক।

1. The new-gen Maruti Suzuki Swift and Dzire:
নতুন প্রজন্মের Maruti Suzuki Swift 2024 সালের প্রথম দিকে ভারতে আত্মপ্রকাশ করবে বলেই শোনা যাচ্ছে। টোকিওতে অনুষ্ঠিত জাপান মোবিলিটি শো 2023 তে প্রদর্শিত নতুন Swift 1.2L তিন-সিলিন্ডার হালকা-হাইব্রিড Z-সিরিজ পেট্রোল ইঞ্জিনের সাথে আসছে। গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশন অথবা একটি CVT অটোর সাথে যুক্ত। নতুন জেনারেশন Swift এর সর্বোচ্চ পাওয়ার আউটপুট 81 bhp এবং সেটি 107 Nm পিক টর্ক উৎপন্ন করে।

আপনাদের জানিয়ে রাখি যে, Swift আসার কিছু সময় পর লঞ্চ হবে Dzire। নতুন প্রজন্মের ডিজায়ারে একই পাওয়ারট্রেন থাকবে। সাব-ফোর-মিটার মডেলটি বর্তমানে দেশের সবচেয়ে বেশি বিক্রিত সেডান। আগামী সময়ে গাড়িটি আরও বেশি জ্বালানি সাশ্রয়ী পাওয়ারট্রেন এর সাথে আসতে পারে।

2. 7-Seater Maruti Suzuki Grand Vitara:
সাত আসনের Maruti Suzuki Grand Vitara গাড়িটি 2024 সালের শেষের দিকে বা 2025 সালের শুরুর দিকে ফিরতে পারে মার্কেটে। ভেরিয়েন্টটিতে ছোটখাটো কসমেটিক আপডেট দেখা যাবে এবং সেইসাথে নতুন বৈশিষ্ট্য যুক্ত হতে পারে। 1.5L হালকা-হাইব্রিড পেট্রোল এবং 1.5L শক্তিশালী হাইব্রিড পেট্রোল ইউনিটের সাথে লঞ্চ হতে পারে নতুন Grand Vitara।

3. Toyota Fortuner Hybrid:
টয়োটা ইতিমধ্যেই তাদের Hilux পিকআপের হালকা হাইব্রিড সংস্করণ আত্মপ্রকাশ করেছে। এই Hilux প্ল্যাটফর্মের ওপর তৈরি হওয়া ফরচুনার গাড়িটিও ভারত সহ বেশ কয়েকটি বাজারে 2024 সালে লঞ্চ হবে। গাড়িতে থাকা হালকা হাইব্রিড কনফিগারেশন জ্বালানি দক্ষতা যেমন বাড়ায় তেমনই কর্মক্ষমতাও আরো উন্নত করবে।

4. Nissan X-Trail:
রাস্তায় বহুবার পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে দেখা গেছে গাড়িটি। এবার আশা করা যাচ্ছে Nissan India আগামী বছরে X-Trail গাড়িটি চালু করবে। Skoda Kodiaq, VW Tiguan, এবং Jeep Meridian-এর সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে নতুন X-Trail। গাড়িতে 161 bhp হালকা-হাইব্রিড টার্বো-পেট্রোল ইঞ্জিন বা আরও শক্তিশালী 201 bhp ই-পাওয়ার হাইব্রিড ইঞ্জিন দেখা যেতে পারে।

Back to top button