Read In
Whatsapp
Car News

31 ডিসেম্বর পর্যন্ত CNG গাড়িতে রয়েছে বিপুল ছাড়, আজই বাড়ি নিয়ে আসুন নতুন গাড়ি

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে এবং দূষণ কমানোর জন্য ধীরে ধীরে বৈদ্যুতিক গাড়ির দিকেই অভ্যস্ত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। কিন্তু বৈদ্যুতিক গাড়ি ছাড়াও এই বাজারে ভালো অপশন রয়েছে। আর সেটি হলো CNG। দীর্ঘ মাইলেজ এবং দামে সস্তা হওয়ার কারণেই CNG গাড়ির চাহিদা এত বেশি।

ভারতের বাজারে সবচেয়ে বেশি CNG গাড়ি বিক্রি করে Tata, Maruti Suzuki, Hyundai এবং Toyota। নিজেদের বিক্রি বাড়ানোর জন্য আগামী 31 ডিসেম্বর পর্যন্ত সেই দারুণ ছাড় দেওয়ার ঘোষণা করেছে এই 4 কোম্পানি। তাহলে চলুন দেখে নেওয়া যাক কত কি ছাড় পাওয়া যাচ্ছে।

1) Tata Motors
টাটা মোটরসের তিনটি CNG গাড়িতে বিপুল ছাড়ের সুবিধা রয়েছে। আর এই তিনটি গাড়ি হল – Tiago, Tigor এবং Altroz। এর মধ্যে Tiago তে থাকছে 55,000 টাকা ডিসকাউন্ট, Tigor এ পাবেন 50,000 টাকা ডিসকাউন্ট এবং Altroz গাড়িতে মোট 25,000 টাকার ছাড়।

2) Maruti Suzuki
মারুতি সুজুকি এর বেশ কিছু গাড়িতে দারুণ অফার রয়েছে। Celerio তে 50,000 টাকা, S-Presso তেও 50,000 টাকা, WagonR এ 45,000 টাকা, Baleno তে 37,000 টাকা এবং Swift এর ওপর 25,000 টাকার ডিসেম্বর ডিসকাউন্ট রয়েছে।

3) Toyota and Hyundai
Tata এবং Maruti Suzuki এর সাথে প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে Toyota এবং Hyundai। এর মধ্যে টয়োটার একটি গাড়ি রয়েছে Glanza। সেখানে 51 হাজারের ছাড় পাওয়া যাচ্ছে। অন্যদিকে Hyundai Aura এবং Nios গাড়িতে ছাড় দিচ্ছে 33 হাজার এবং 48 হাজার টাকা।

Back to top button