Read In
Whatsapp
Car News

Maruti Fronx কিনতে হলে মাস মাহিনা কত হওয়া উচিত? শোরুমে যাওয়ার আগে দেখে নিন হিসেব নিকেষ

মাথা গোঁজার একটা ঠাঁই আর একটা গাড়ির শখ কার না থাকে? কেরিয়ার এস্টাব্লিসড হলেই সবার মাথায় যে চিন্তাটা ঘুরঘুর করে তা হল এবার একটা গাড়ি কিনতে হবে। তবে গাড়ি তো আর হাতের মোয়া নয় যে কিনবো ভাবলেই কেনা হয়ে যাবে। সবার আগে যে বিষয়টা খেয়াল রাখতে হয় তা হল স্যালারির হিসেব নিকেষ। দেখে নিন কত টাকা বাজেটে কোন গাড়িকে ঘরে আনতে পারবেন।

আসলে গাড়ি হোক বা বাড়ি, তা যে কোনও মানুষের ক্ষেত্রেই সামাজিক এবং আর্থিক অবস্থানের পরিচায়ক বটে। তবে নিজের গ্যারাজে গাড়ি আনার জন্য পকেটের দম থাকাটাও জরুরি। কারণ একটা গাড়ি কিনলেই সব মিটে যায়না। গাড়ির দামের পাশাপাশি এর সাথে যোগ হয় গাড়ির ইনস্যুরেন্স, আরটিও, জ্বালানি খরচ ইত্যাদি। তাই পকেটের জোর বুঝে তবেই গাড়ি কেনার কথা ভাবনাচিন্তা করা উচিত।

এখন আপনি যদি Maruti Fronx কিনতে চান তাহলে আপনার মাস মাহিনা কত হওয়া উচিত? গাড়ির দামের কথা বললে, ভারতীয় বাজারে এই গাড়ির বেস মডেলের মূল্য প্রায় 7.50 লক্ষ টাকা (এক্স শোরুম)। আরটিও এবং ইন্সুরেন্স বাবদ আরও খরচ হবে প্রায় 90 হাজার টাকা। সব মিলিয়ে গাড়িটির অনরোড প্রাইস পড়ে প্রায় 8.40 লক্ষ টাকা। তবে আজ আমরা কথা বলব এর মিডিয়াম ভেরিয়েন্টের। যার অনরোড প্রাইস পড়বে প্রায় 10.20 লক্ষ টাকা।

এখন আপনি যদি 3.50 লক্ষ টাকা ডাউন পেমেন্ট করতে পারেন তাহলে 5 বছরের জন্য 9 শতাংশ সুদে 7 লক্ষ টাকা লোন নিতে হবে। সেই হিসেবে আপনার মাসিক ইএমআই পড়বে 15 হাজার টাকা। এছাড়াও ফুয়েল এবং মেইনটেনেন্স বাবদ খরচ পড়বে আরও অতিরিক্ত 7 থেকে 8 হাজার টাকা। অর্থাৎ সবে মিলিয়ে গাড়ির মাসিক খরচ দাঁড়ায় প্রায় 20 থেকে 22 হাজার টাকা। অর্থাৎ আপনার স্যালারি যদি 80 হাজার থেকে 1 লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আপনি এই গাড়ি কিনতেই পারেন।

Back to top button