Read In
Whatsapp
Car News

6 থেকে 8 লাখের বাজেটে সেরা 4 অটোম্যাটিক গাড়ির হদিশ রইল এখানে, কেনার আগে দেখে নিন তালিকা

একগুচ্ছ গাড়ি রয়েছে বাজারে। কিন্তু সেখান থেকে নিজের মনের পছন্দমত গাড়ি পাওয়াই বেশ মুশকিল। অটোম্যাটিক গাড়ি যাদের পছন্দ তাদের ক্ষেত্রে অবশ্য পছন্দ কিছুটা কমে যায়। কারণ ম্যানুয়াল গাড়ির থেকে অটোম্যাটিক গাড়ির দাম বেশি। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে, এখন 6-8 লাখ বাজেটে দারুণ কিছু অটোমেটিক গাড়ি বাজারে রয়েছে। আর সেগুলো সম্পর্কে আজ আমরা জানাবো।

Maruti Suzuki WagonR
দেশের সর্বাধিক বিক্রি হওয়া গাড়ির তালিকায় নাম রয়েছে WagonR এর। গাড়িটির VXI মডেলে AMT বা অটোমেটিক ট্রান্সমিশনের সুবিধা রয়েছে। এই গাড়িটির দাম শুরু হচ্ছে 6.54 লক্ষ টাকা থেকে। 25.19 কিমি মাইলেজ রয়েছে এই গাড়িতে।

Maruti Suzuki Swift
Swift গাড়িটিও কম জনপ্রিয় নয়। বিগত বহু সময় ধরে বেস্ট সেলিং গাড়ির রেকর্ড ধরে রেখেছে Swift। হ্যাচব্যাক ক্যাটেগরিতে আসা মারুতি সুইফট-এর VXI ট্রান্সমিশনে মিলবে AMT সুবিধা। VXI মডেলের দাম শুরু হচ্ছে 7.5 লক্ষ টাকা থেকে।

Tata Punch

Tata Punch

Tata Punch বেস্ট সেলিং তো বটেই সেই সাথে সুরক্ষার দিক থেকে একদম 5 স্টার। নিরাপত্তার দিক দিয়ে সেরা অপশন Punch। AMT সুবিধা নিতে চাইলে Adventure Rhythm ভ্যারিয়েন্ট কিনতে হবে আপনাকে। আর এই ভ্যারিয়েন্টের দাম রয়েছে 7.85 লাখ টাকা।

Maruti Suzuki Swift Dzire
মারুতি সুজুকি সুইফট ডিজায়ার গাড়িটির বিক্রি দারুণ। সেডান ক্যাটেগরির গাড়িতে বিলাসবহুল এবং আরামদায়ক ভ্রমণ অভিজ্ঞতা হবে আপনার। Dzire এর VXI ভ্যারিয়েন্টে থাকছে অটোমেটিক ট্রান্সমিশন এবং এই ভ্যারিয়েন্টের দাম 7.99 লাখ টাকা।

Back to top button