চলতি বছরের শেষ মাসে গাড়ির ওপর ভারী অফার দিচ্ছে বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানি। 2023 সালের স্টক ক্লিয়ার করার জন্য থাকছে গুচ্ছের অফার। বৈদ্যুতিক এবং হাইব্রিড গাড়ির ওপরেও বেশ ভালো কিছু অফার রয়েছে। Tata Motors থেকে Hyundai, Mahindra এর বিভিন্ন মডেলে কত কি ছাড় মিলছে দেখে নেওয়া যাক চলুন।
Tata Tiago EV সবচেয়ে সাশ্রয়ী মূল্যের গাড়ি গুলোর মধ্যে আসে। Tiago EV তে 50 হাজার টাকার নগদ ছাড়ের সাথে 15000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ বিভিন্ন ডিলারশিপ আরো অতিরিক্ত কিছু অফার দিচ্ছে। Tiago এর সমগোত্রীয় সেডান Tigor EV তেও নগদ ছাড়ের অংক 50 হাজার টাকা। তবে এরসাথে যুক্ত হচ্ছে 50 হাজারের এক্সচেঞ্জ বোনাস।
প্রি-ফেসলিফ্ট Tata Nexon EV Prime-এর নগদ ছাড় হিসেবে মোটা অংকের ডিসকাউন্ট রয়েছে। এখানে 1.5 লক্ষ টাকার নগদ ছাড়ের সাথে সাথে 50 হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস থাকছে। অন্যদিকে Tata Nexon EV Max-এর প্রি-ফেসলিফ্টে নগদ ছাড়ের অংক 2.2 লক্ষ টাকা! সেইসাথে 50 হাজারের এক্সচেঞ্জ বোনাসও থাকছে।
লেটেস্ট Tata Nexon EV তে 35,000 টাকার নগদ ছাড়ের সুবিধা মিলছে। এছাড়া টাটা মোটরসের প্রতিটি গাড়িতে ডিলারের তরফেও উল্ল্যেখযোগ্য কিছু সুবিধা দেওয়া হচ্ছে। টাটা মোটরস ছাড়া MG তাদের ZS গাড়িতে ভালো ছাড় দিয়েছে। 50 হাজারের এক্সচেঞ্জ বোনাস, 50 হাজার টাকার নগদ ছাড় এবং এর সাথে যুক্ত হচ্ছে লয়ালটি বেনিফিট এবং কর্পোরেট বোনাস।
Mahindra XUV400 গাড়ির বিক্রি বাড়াতে বেশ বড় ছাড় দিয়েছে Mahindra। মোট 4.2 লক্ষ টাকা ছাড় মিলবে XUV 400 এর ওপর। এই প্রতিযোগিতায় পিছিয়ে নিয়ে Hyundai। Kona EV এর ওপর 3 লক্ষ টাকা ছাড়ের ঘোষণা করেছে কোরিয়ান গাড়ি নির্মাতা কোম্পানি।