সদ্যই বাজারে নতুন Mini SUV নিয়ে হাজির মারুতি সুজুকি। নতুন লঞ্চ হওয়া Hyundai Exter এবং Tata Punch এর জনপ্রিয়তা দেখেই মিনি SUV বাজারে আনে Suzuki। শক্তি, মাইলেজ, ডিজাইন কোনো ক্ষেত্রেই পিছিয়ে নেই নতুন Maruti Suzuki Hustler।
Maruti Suzuki Hustler-এ আপনি সানরুফ, ডিজিটাল ডিসপ্লে, 360 ডিগ্রী ক্যামেরা রিয়ার সেন্সর, পাওয়ার সাইড মিরর এবং এয়ার ব্যাগের মতো বৈশিষ্ট্যগুলি পেয়ে যাচ্ছেন। উল্লেখ্য , গাড়িটি যে দামে বাজারে আসতে চলেছে সেই দামের কোনো গাড়িতেই সানরুফ পাওয়া যায় না। কিন্তু Hustler এ আপনি অটো সানরুফ পেয়ে যাচ্ছেন।
মারুতি সুজুকির নতুন Mini SUV টির নাম Hustler। গাড়িটির Powertrain ও বেশ আকর্ষণীয়। সেখানে 660 cc টার্বো ইঞ্জিন থাকবে, যা 52 hp শক্তি এবং 63Nm টর্ক জেনারেট করতে সক্ষম। Mini SUV তে এই শক্তিশালী ইঞ্জিন নিজের সেগমেন্টে অপ্রতিরোধ্য করে তুলবে। তবে শুধু শক্তি নয়, Hustler এ রয়েছে নানান অত্যাধুনিক সুবিধাও। থাকছে 29 কিমির মাইলেজ।
একাধিক কালারের সাথে বাজারে আসবে গাড়িটি। কমপ্যাক্ট SUV টির এক্স-শোরুম দাম 5 থেকে 7 লাখের মধ্যেই। অর্থাৎ Punch থেকে শুরু করে Hyundai i10, Hyundai Extensor, Citroën এর গাড়িগুলোর সাথে সেয়ানে সেয়ানে টক্কর দেবে মারুতি সুজুকি হাসলার। নতুন ডিজাইন গাড়িটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে।