Read In
Whatsapp
Car News

30 কিমি মাইলেজ সহ পাবেন ধুমধাড়াক্কা পারফরম্যান্স! তুখোড় এই গাড়িটি নিয়ে যান মাত্র 1 লাখে

নিত্যদিনের অফিস যাতায়াতে একখানা গাড়ি থাকলে বেশ সুবিধা হয়। বিশেষ করে শহরের মধ্যেই দূর যাত্রার জন্য কর্মরত চাকুরীজিবীদের ঝক্কি কমবে গাড়ি ব্যবহার করলে। বাস, ট্রেন বা অফিসের সময় গাড়ি থাকলে একটু স্বস্তি মেলে। কিন্তু গাড়ি কিনবো বললেও তো আর কেনা যায়না, গাড়ির দাম আকাশছোঁয়া। কিন্তু এবার বেশ সস্তায় চারচাকা কিনতে পারেন আপনি। চলুন কীভাবে এবং কোন গাড়ি একদম কমদামে কিনতে পারবেন আপনি।

আজ আমরা Maruti Suzuki এর Swift গাড়িটির বিষয়ে বলতে চলেছি। এখানে আপনি 30 কিমি মাইলেজ সহ নানান অত্যাধুনিক ফিচারস দেখতে পাবেন। জানিয়ে রাখি, গত জুলাই মাসে রেকর্ড সংখ্যক Swift বিক্রি করে Maruti Suzuki। সংখ্যার হিসেবে এটি Baleno এবং WagonR-এর মতো গাড়িকেও পিছনে ফেলেছে। Maruti Swift এর স্টাইলিশ ডিজাইন, দুর্দান্ত মাইলেজ এবং অপেক্ষাকৃত শক্তিশালী ইঞ্জিন গ্রাহকদের কাছে গাড়িটির আবেদন বাড়িয়ে তোলে।

ইঞ্জিনের ক্ষমতা : Maruti Swift গাড়িতে 1.2-লিটার ডুয়ালজেট পেট্রোল ইঞ্জিন রয়েছে। এটি মোট 90PS শক্তি এবং 113Nm টর্ক উৎপন্ন করতে সক্ষম। গাড়িতে 5 গতির ম্যানুয়াল ট্রান্সমিশন এবং 5 গতির AMT গিয়ারবক্স রয়েছে।

মাইলেজ : পেট্রোল এবং CNG, উভয় ভার্সনেই বিক্রি হচ্ছে Swift। CNG ভেরিয়েন্টটির মাইলেজ রয়েছে 30 কিমি আর পেট্রোলের ক্ষেত্রে 22 কিমি প্রতি লিটার।

ফিচারস : ডুয়াল এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং,l সিস্টেম, অ্যান্টি থেফট অ্যালার্ম, অটোমেটিক হেডল্যাম্প, চাইল্ড সেফটি লক, ক্র্যাশ সেন্সর, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল, রিয়ার ক্যামেরা সহ স্পিড এলার্ট ব্লুটুথ কানেক্টিভিটি, উন্নতমানের স্পিকার, USB পোর্ট, এয়ার কন্ডিশনিং, রিয়ার হেডরেস্টের মতো ফিচারস পাওয়া যায়।

কীভাবে সস্তায় কিনবেন গাড়িটি : মাত্র 1 লক্ষ টাকাতেই গাড়িটি আপনার হতে পারে। Swift এর এক্স শোরুম দাম রয়েছে 6 লক্ষ থেকে 9.03 লক্ষ টাকা। গাড়িটির ZXI Plus DT AMT ভারিয়েন্টের অন রোড দাম পড়বে 10.20 লক্ষ টাকা। এবার আপনি যদি 1 লাখ টাকা ডাউনপেমেন্ট করেন তাহলে বাকি টাকা আপনাকে ঋণ নিতে হবে। মোট 5 বছরের জন্য এই ঋণ নিলে মাসিক 9% সুদের হিসেবে মাসিক 19,098 টাকা EMI দিলেই গাড়িটি আপনার।

Back to top button