TRENDS
Advertisement

বর্ষশেষের ভরা অফার, বৈদ্যুতিক গাড়িতে থাকছে বিরাট ছাড়

বছর শেষের মুখে। আর এসময় অফারের বর্ষা বইছে বিভিন্ন সেক্টরে। গাড়ির বাজারেও বেশ কিছু দারুণ অফার রয়েছে। ভারতীয় ব্র্যান্ড Tata, Mahindra সহ Hyundai, MG সবাই তাদের গাড়ির ওপর বিস্তর ছাড়ের…

Published By: Ritwik | Published On:

বছর শেষের মুখে। আর এসময় অফারের বর্ষা বইছে বিভিন্ন সেক্টরে। গাড়ির বাজারেও বেশ কিছু দারুণ অফার রয়েছে। ভারতীয় ব্র্যান্ড Tata, Mahindra সহ Hyundai, MG সবাই তাদের গাড়ির ওপর বিস্তর ছাড়ের ঘোষণা করেছে। সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে Mahindra XUV 400 এর ওপর। সেখানে 4 লক্ষ টাকা পর্যন্ত ছাড় রয়েছে। বর্ষশেষের ভরা অফার, বৈদ্যুতিক গাড়িতে থাকছে বিরাট ছাড়

Advertisements
Whatsapp-color Created with Sketch. 🚗 গাড়ি-বাইকের খবর পেতে জয়েন করুন 👉🏻
✅ এখনই যোগ দিন

Hyundai এর Kona ইলেকট্রিক গাড়িতেও মোটা ছাড় রয়েছে। সেখানে 3 লক্ষ টাকা বাঁচাতে পারেন। Tata Nexon EV Max-এর প্রি-ফেসলিফ্ট ভেরিয়েন্টে 2.20 লক্ষ টাকা নগদ ছাড় এবং 50,000 টাকার বিনিময় বোনাসের সুবিধা পাবেন। এছাড়া আরো অনেক গাড়িতে নগদ ছাড় থেকে শুরু করে এক্সচেঞ্জ বোনাস এবং কর্পোরেট ডিসকাউন্টের সুবিধা রয়েছে।

Tata Nexon EV-তে ছাড় বর্ষশেষের ভরা অফার, বৈদ্যুতিক গাড়িতে থাকছে বিরাট ছাড়
Tata Nexon EV Prime পাচ্ছেন 1.50 লক্ষ টাকার নগদ ছাড় সহ 50,000 টাকার বিনিময় বোনাস৷ যদিও ফেসলিফটেড Nexon EV-তে ছাড়ের অংক মাত্র 35,000 টাকা।

MG ZS ইভিতে ছাড় বর্ষশেষের ভরা অফার, বৈদ্যুতিক গাড়িতে থাকছে বিরাট ছাড়
MG এর ZS EV- তেও বেশ ছাড় রয়েছে। MG ZS EV-তে থাকছে 50,000 টাকা নগদ ছাড় সহ 50,000 টাকার এক্সচেঞ্জ বোনাস।

Tata Tiago এবং Tigor EV-তে ছাড় বর্ষশেষের ভরা অফার, বৈদ্যুতিক গাড়িতে থাকছে বিরাট ছাড়
Tata Tiago EV 50,000 টাকার নগদ ছাড় এবং 15,000 টাকার এক্সচেঞ্জ বোনাস সহ উপলব্ধ ৷ সাব-ফোর-মিটার সেডান Tigor EV তে নগদ ছাড় 50,000 টাকার এবং এর সাথে আপনি 50,000 টাকার বিনিময় বোনাস পেয়ে যাবেন।

About Author