Read In
Whatsapp
Car News

Safari থেকে Harrier সহ এই পাঁচ গাড়িই সবচেয়ে সুরক্ষিত, বিপদে গায়ে আসবেনা একটিও আঁচড়

বর্তমান সময়ে গাড়ির সুরক্ষা নিয়ে মানুষ বেশ সচেতন হয়ে উঠেছে। গাড়ির বাকি ফিচারস তো বটেই সেইসাথে গাড়ি কেনার সময় সুরক্ষার বিষয়টিও বেশ গুরুত্বপূর্ন। এমতবস্থায় গাড়ি কেনার আগে দেখে নেওয়া জরুরি কোন কোন গাড়িতে সুরক্ষা ব্যবস্থা ঠিকঠাক রয়েছে।

SUV থেকে মিলিয়ে 2023 এর সেরা পাঁচ সুরক্ষিত গাড়ির তালিকা নিচে দেওয়া হলো।

Tata Safari facelift
চলতি বছরই লঞ্চ হয়েছে নতুন Tata Safari Facelift। গাড়িটির নতুন রূপ আমজনতার ভারী পছন্দের। ডিজেল ইঞ্জিনের সাথে যেমন স্মার্ট ফিচারস এবং বিলাসবহুল কেবিন রয়েছে তেমনই টপ ক্লাস নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে এখানে। 5 স্টার নিরাপত্তা সহ 6টি এয়ারব্যাগ রয়েছে গাড়িতে। Safari Facelift এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 16.19 লক্ষ টাকা থেকে।

Tata Harrier Facelift
Safari এর সাথেই লঞ্চ হয়েছে Harrier Facelift। এখানেও একই 2 লিটারের ডিজেল ইঞ্জিন রয়েছে। G-NCAP ক্র্যাশ টেস্টে 5 স্টার রেটিং হাসিল করেছে Harrier। ADAS ফিচারস সহ Harrier Facelift এর এক্স শোরুম দাম 15.49 লক্ষ টাকা।

Skoda Slavia
টাটাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে Skoda 5 Star নিরাপত্তা হাসিল করেছে। দারুণ মজবুত এই গাড়িটি আবার পারফরম্যান্সের দিক দিয়েও দুর্দান্ত। গাড়িটিকে শক্তি যোগাচ্ছে 1.5 লিটার পেট্রল ইঞ্জিন। Slavia এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.89 লক্ষ টাকা থেকে।

Volkswagen Virtus
আজ নয় এর আগেও 5 Star নিরাপত্তা পেয়ে এসেছে Virtus। গাড়িটিকে শক্তি যোগাচ্ছে 1.5 লিটারের পেট্রল ইঞ্জিন। এই ইঞ্জিন সর্ব্বোচ 147 hp শক্তি উৎপন্ন করতে সক্ষম। উল্লেখ্য গাড়িটির এক্স শোরুম দাম শুরু হচ্ছে 11.48 লক্ষ টাকা থেকে।

Hyundai Verna
তালিকায় শেষ গাড়ি Verna। Hyundai এর একমাত্র মিড রেঞ্জ গাড়ি যা 5Star নিরাপত্তা হাসিল করতে সক্ষম হয়েছে। 6টি এয়ারব্যাগ রয়েছে সুরক্ষার জন্য। Verna এর এক্স শোরুম দাম শুরু হচ্ছে 10.96 লাখ টাকা থেকে।

Back to top button