Read In
Whatsapp
Car News

কেন্দ্র সরকারের বদান্যতায় রমরমিয়ে বিক্রি বাড়ল বৈদ্যুতিক গাড়ির, এক বছরে বৃদ্ধির হার 19%

দেশের গাড়ির বাজারে যে পরিবর্তন এসেছে তা আর বলার অপেক্ষা রাখেনা। বিদ্যুৎ চালিত গাড়ি লঞ্চ হওয়ার পর থেকেই আমজনতার নয়নের মণি হয়ে ওঠেছে EV গুলো। আর লেটেস্ট পরিসংখ্যানও একই কথা জানাচ্ছে। জুন থেকে ডিসেম্বর অবধি গাড়ি বিক্রির পরিসংখ্যান EV এর হয়েই কথা বলছে।

আপনাদের জানিয়ে দিই যে, বিগত সাত মাসে মোট 8,19,223টি বৈদ্যুতিক গাড়ি নথিভুক্ত হয়েছে। অথচ এর আগের বছর ঠিক এই সময় গাড়ি বিক্রি হয় 6,84,789 টি। অর্থাৎ গত বছরের তুলনায় চলতি বছরের সাত মাসে বিক্রি বেড়েছে 19%। প্রতি মাসে উত্তরোত্তর বেড়েই গিয়েছে এই অংক।

জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বরের 15 তারিখ পর্যন্ত বৈদ্যুতিক গাড়ি বিক্রির সংখ্যা যথাক্রমে 1,16,484টি, 1,27,061টি, 1,28,374টি, 1,39,873টি, 1,53,022টি এবং 51,868 টি। সরকারের তরফেও জ্বালানি চালিত গাড়ির জায়গায় বৈদ্যুতিক গাড়ি বিক্রিকে উৎসাহিত করার জন্য রয়েছে পাঁচ বছর কার্যকরী দ্বিতীয় পর্যায়ের ফেম ইন্ডিয়া স্কিম। গত 2019 সালের 1 এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হয়েছে।

উল্লেখ্য যে, বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাড়ানোর জন্য বাজেট থেকে অতিরিক্ত 25,938 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই প্রকল্পের মাধ্যমে দেশের বৈদ্যুতিক গাড়ি তৈরির ওপর 18% হারে ভাতা দেওয়া হবে। 2021 সালের 12 মে দেশে গাড়ি তৈরির জন্য পিএলআই বাবদ বাজেটে বরাদ্দ করা হয় 18,100 কোটি টাকা।

এছাড়াও কেন্দ্রের তরফে ভালো সুখবর রয়েছে। বৈদ্যুতিক গাড়ির উপর কেন্দ্র সরকারের GST কমিয়ে দেওয়ার উল্লেখ রয়েছে। সাথে গাড়ির জন্য প্রয়োজনীয় চার্জার এবং চার্জিং স্টেশনের ক্ষেত্রে জিএসটি কমিয়ে মাত্র 5 শতাংশ করা হচ্ছে। ব্যাটারি চালিত গাড়ির জন্য সবুজ রঙের নম্বর প্লেট বরাদ্দ করা হবে। সাথে সেগুলির কোনও পারমিটের প্রয়োজন হবে না বলে ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, কেন্দ্রের তরফে রাজ্যর ওপর নির্দেশ রয়েছে বৈদ্যুতিক গাড়ির ওপর থেকে রোডট্যাক্স তুলে নেওয়ার। আর এসমস্ত কারণে আগামী সময়ে EV এর বিক্রি যে আরও বাড়তে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা।

Back to top button