Read In
Whatsapp
Car News

জানুয়ারিতেই লঞ্চ হচ্ছে Hyundai এর নতুন ফেসলিফ্টেড Creta, সম্ভাব্য ফিচারস এবং দাম দেখতে ভুলবেননা

আসন্ন 2024 গাড়ির বাজারের জন্য আরো দারুণ হয়ে উঠতে চলেছে। বছরের শুরুতেই Hyundai লঞ্চ করছে নতুন Creta Facelift। গাড়িটির পরীক্ষা-নিরীক্ষা যে শুরু হয়েছে সেই খবরও সামনে এসেছে। টার্বো পেট্রোল ইঞ্জিন সহ একগুচ্ছ ইঞ্জিনের অপশন থাকবে গাড়িতে। 2023 সালে বিপুল বিক্রি হয়েছে Creta এর তাই নতুন Creta যে আরও দমদার হতে চলেছে সে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।

বাজারে একাধিক গাড়ি থাকলেও বেস্ট সেলিং চার চাকার তালিকায় আসে Hyundai। আগামী 16 জানুয়ারি Creta Facelift লঞ্চ হতে চলেছে। সূত্র মারফৎ জানা গিয়েছে যে, সেখানে ADAS ফিচারও যোগ হচ্ছে। থাকবে লেভেল 2 অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম সহ নতুন ড্যাশবোর্ড, সেন্টার কনসোল, 360 ডিগ্রি ক্যামেরা, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। এছাড়া নতুন ডিজিটাল ড্রাইভার ডিসপ্লেও থাকবে গাড়িতে।

তবে শুধু ফিচারস নয়, সুরক্ষার প্রশ্নেও কোনো আপস নেই Creta Facelift এর। গাড়িতে থাকবে 6 খানা এয়ারব্যাগ, ট্র্যাকশন কন্ট্রোল, হিল হোল্ড অ্যাসিস্ট ইত্যাদি সহ 360 ডিগ্রি ক্যামেরা। নতুন ফিচারস এবং প্রযুক্তির সাথে Creta Facelift টেক্কা দেবে Maruti Grand Vitara, Kia Seltos, Tata Nexon Facelift, Honda Elevate, MG Astor ইত্যাদির মতো গাড়িকে।

ইঞ্জিন কেমন থাকছে?
Creta Facelift গাড়িতে মোট তিন খানা ইঞ্জিনের অপশন থাকছে। 1.5 লিটার পেট্রোল এবং 1.5 লিটার ডিজেলের সাথে সাথে 1.5 লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিনের অপশনও পাবেন গ্রাহকরা। বিভিন্ন ভার্সনে মিলবে 6 স্পিড ম্যানুয়াল, 6 স্পিড অটোমেটিক, 7 স্পিড DCT গিয়ারবক্স।

দাম কত থাকছে ?
আসন্ন Hyundai Creta Facelift এর দাম নিয়ে সন্দেহ রয়েছে অনেকের। তবে আশা করা হচ্ছে যে, 11 লক্ষ টাকা থেকে 18 লাখের মধ্যেই থাকবে গাড়ির দাম। উল্লেখ্য যে, শীঘ্রই গাড়িটির বৈদ্যুতিক ভার্সনও বাজারে দেখা যেতে পারে।

Back to top button