
সময়ে সময়ে বেশ পরিবর্তন দেখা যায় টাটা মোটরসের গাড়িতে। চাহিদা অনুযায়ী বেশ কিছু পরিবর্তন করতে থাকে টাটা মোটরস। কিছুদিন আগেই লেটেস্ট ডিজাইনের সাথে লঞ্চ করেছে নতুন Tata Nexon। ICE এবং EV উভয় ভার্সনের সাথেই এসেছে গাড়িটি। কিন্তু বৈদ্যুতিক গাড়ির বাজারকে লক্ষ্য রেখে আরো একটি নতুন গাড়ি আনতে চলেছে টাটারা। খবর অনুযায়ী নতুন অল ইলেকট্রিক গাড়িটি হতে চলেছে টাটা সিয়েরা (Tata Sierra)।
Tata Sierra একটা সময় ভারতের বাজারে রাজত্ব চালিয়েছে। এবার সেই গাড়িরই EV সংস্করণ আসতে চলেছে। আর সেই কারণে নয়া SUV এর পেটেন্টের জন্যও আবেদন করেছে টাটা মোটরস। 5 দরজার গাড়ি হতে চলেছে Sierra। উল্লেখ্য, এই সময়ে আবার Thar 5 Door ও আসছে বাজারে। মাহিন্দ্রার গাড়িটি বাজারে আসবে 2024 সালের শেষের দিকে ।
Tata Sierra EV একটি সম্পূর্ণ ভবিষ্যতের গাড়ি হতে চলেছে। সেখানে 5 জন বসতে পারেন। এছাড়া পেছনের আসনটি সরিয়ে আসন বাড়ানোর বিকল্পও থাকবে সেখানে। বর্তমানে টাটা মোটরস তাদের বড় আকারের SUV-এর লঞ্চ অথবা ডেলিভারির তারিখ সম্পর্কে কোনও তথ্যই সামনে আনেনি। তবে খবর অনুযায়ী আগামী 2025 সালের মধ্যেই বাজারে লঞ্চ হবে নতুন গাড়িটি।
Tata Sierra তে নিরাপত্তার দিকেও বিশেষ খেয়াল রাখা হবে। সেখানে সামনে চালকের কেবিন এবং পিছনে বসার আসন সহ সমস্ত জায়গাতেই থাকবে এয়ারব্যাগ। এছাড়া লেটেস্ট ADAS অর্থাৎ অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম থাকতে চলেছে। অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্যের মধ্যে থাকবে হিল হোল্ড অ্যাসিস্টের মতো সিস্টেম।
গাড়িটির সম্পর্কে এক্ষুণি লেটেস্ট তথ্য সামনে আসেনি। Tata Sierra EV 5-Door গাড়িটির পাওয়ারট্রেন সম্পর্কেও কোন তথ্য জানা যায়নি। সূত্র মারফৎ খবর যে, গাড়িটি একবার ফুল চার্জে 400 কিলোমিটার অবধি ছুটতে পারবে। টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, বড় স্ক্রিন এবং পুশ বাটন স্টার্ট/স্টপ সহ দারুণ অভিজ্ঞতা থাকবে সেখানে। ডিজাইনের দিক থেকে Sierra বক্সী স্টাইলের সাথে পেশীবহুল হবে বলে আশা করা হচ্ছে।