মারুতি সুজুকি ভারতের তার দুটি লাইনআপ চালায়। একটি Arena অন্যটি Nexa। আর গণেশ চতুর্থী উপলক্ষ্যে সংস্থাটি তাদের Arena লাইনআপে 64,000 টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে। Alto K10 থেকে Celerio, WagonR, Dezire Swift সহ একাধিক গাড়িতে বিপুল ছাড়ের ঘোষণা করেছে। নীচে দেখে নিন কোন কোন গাড়িতে কত সেভিংস হবে আপনার।
1) Maruti Suzuki Swift : Swift গাড়িটির সমস্ত পেট্রোল-ম্যানুয়াল ভেরিয়েন্টে 60,000 টাকার ছাড়ের ঘোষণা করেছে মারুতি সুজুকি। পেট্রোল AMT এবং LXi ম্যানুয়ালে 52 হাজার টাকা ছাড় পাবেন। CNG ভ্যারিয়েন্টে ছাড়ের অংক 25,000।
2) Maruti Suzuki Alto K10 : গতবছর আগস্ট মাসেই লঞ্চ হয় গাড়িটি। Alto K10-এর সমস্ত ম্যানুয়াল ভ্যারিয়েন্টে 58 হাজার টাকার বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে মারুতি সুজুকি। অটোম্যাটিক ট্রান্সমিশনের গাড়িতে ছাড় পাওয়া যাবে 33,000 টাকা। এছাড়া গাড়িটির CNG ভার্সনেও 53 হাজার টাকার বিপুল ছাড় রয়েছে।
3) Maruti Suzuki S-Presso : S-Presso তে সর্বোচ্চ ছাড়ের অংক 59000 টাকা। পেট্রোল এবং CNG, উভয় ভার্সনের ম্যানুয়াল ট্রান্সমিশনে এই ছাড় পাওয়া যাচ্ছে। অটোম্যাটিক ট্রান্সমিশনে মিলবে 35 হাজার টাকার ছাড়।
4) Maruti Suzuki Celerio : পেট্রোল এবং CNG ম্যানুয়াল ভেরিয়েন্টে 64,000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে। সেখানে AMT ভেরিয়েন্টে ছাড়ের অংক 47,000 টাকা!
5) Maruti Suzuki WagonR : মারুতি সুজুকি ওয়াগন আর গাড়ির সমস্ত পেট্রোল ভেরিয়েন্টে 52,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। CNG ভার্সনের VXi এবং LXi ভেরিয়েন্টে 52,000 টাকা এবং পেট্রোল AMT ট্রান্সমিশনে 27 হাজার টাকা ছাড় পাওয়া যাচ্ছে।
6) Maruti Suzuki Dzire : Dzire-এর AMT এবং মত, উভয় ভেরিয়েন্টেই 17,000 টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে মারুতি সুজুকি। CNG ভেরিয়েন্টে 7 হাজার ছাড় পাওয়া যাচ্ছে।