Read In
Whatsapp
Car News

সুপারকার হলেও মাইলেজ কম নেই, ব্যাপক সার্ভিস দিতে পারে এই 5 গাড়ি

সুপারকার কেনার ইচ্ছে কার না থাকে। বিরাট বড় মাপের ইঞ্জিন গাড়িগুলোকে দারুণ শক্তিশালী বানিয়ে তোলে। কিন্তু সেখানেও এক সমস্যা রয়েছে আর তাহলো গাড়ির মাইলেজ। আজ আমরা এমন 5টি সুপারকার নিয়ে এসেছি যেখানে মাইলেজ মাত্র 6 কিমি বা তারও কম।

Ferrari 812 GTS
Ferrari 812 GTS দারুণ আকর্ষণীয় সুপারকার। এই গাড়িতে রয়েছে একটি 6.5L NA V12 ইঞ্জিন যা 788 bhp শক্তি এবং 718 Nm টর্ক উৎপন্ন করে। গাড়িতে মাত্র 6 kmpl এর মাইলেজ রয়েছে।

Bugatti Chiron Pur Sport
Bugatti Chiron Pur Sport বিশ্বের দ্রুততম উৎপাদনকারী গাড়িগুলির মধ্যে একটি। গাড়িকে শক্তি যোগাচ্ছে একটি 8.0L কোয়াড-টার্বো W16 ইঞ্জিন যা রেকর্ড 1479 bhp শক্তি এবং 1600 Nm টর্ক উৎপন্ন করে। আর এই শক্তিশালী ইঞ্জিনের মাইলেজ দক্ষতা মাত্র 4.69 kmpl।

Bentley Continental GT
বেন্টলি কন্টিনেন্টাল জিটি ব্যালিস্টিক পারফরম্যান্স সহ একটি দুর্দান্ত গ্র্যান্ড ট্যুর গাড়ি। গাড়িতে রয়েছে একটি 6.0L W12 ইঞ্জিন। আর এই ইঞ্জিন মোট 650 bhp শক্তি এবং 900 Nm টর্ক উৎপন্ন করে। কন্টিনেন্টাল জিটি একটি ভারী ওজনের গাড়ি এবং সেটির মাইলেজ মাত্র 5.73 kmpl।

Ford GT
Ford GT একটি বিরল আমেরিকান সুপারকার। এই গাড়িতে রয়েছে 3.5L Ecoboost টুইন-টার্বো V6 ইঞ্জিন। আর এই ইঞ্জিনের কার্য ক্ষমতা 645 bhp শক্তি এবং 750 Nm টর্ক। হাল্কা ওজন হলেও মাইলেজ মোটেই ভালো পাওয়া যায়না। Ford GT এর মাইলেজ মাত্র 5.95 kmpl।

Lamborghini Aventador SVJ
Lamborghini Aventador SVJ একটি আকর্ষণীয় ইতালিয়ান সুপারকার। গাড়িকে শক্তি যোগাচ্ছে 6.5L V12 ইঞ্জিন। এই ইঞ্জিনের ক্ষমতা 759 bhp এবং সেটি 690 Nm টর্ক উৎপন্ন করে। Aventador SVJ এর মাইলেজ মাত্র 5 kmpl।

Back to top button