Read In
Whatsapp
Car News

Creta নাকি Grand Vitara, কোন গাড়ি কিনবেন, পার্থক্য দেখে বুঝে নিন 

ভারতে ধীরে ধীরে বিক্রি বাড়ছে SUV জাতীয় গাড়ি গুলোর। সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি গাড়ি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর সেজন্য কোম্পানি গুলোও নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। এক্ষেত্রে দুটি বিখ্যাত গাড়ি Maruti Suzuki Grand Vitara এবং Hyundai Creta বিখ্যাত দুটি গাড়ি। কিন্তু আপনি নেবেন কোনটি? 

গ্র্যান্ড ভিটারা গাড়িটির শক্তিশালী FWD এবং AWD কনফিগারেশনের কারণে স্থিতিশীল হাই পারফরম্যান্স রাইড এবং লিনিয়ার পাওয়ার ডেলিভারির প্রতিশ্রুতি দেয়। আবার হুন্ডাই ক্রেটা পারফরম্যান্স এবং বিলাসবহুল আরাম, এই দুইয়ের মিশ্রণের সাথে আসে।  পেট্রোল এবং ডিজেল উভয় ইঞ্জিনের সাথে সাথে অত্যাধুনিক ফিচারস সহ বাজারে এসেছে। 

Maruti Suzuki Grand Vitara Alpha AT DT
পারফরম্যান্স প্রেমীদের জন্য দুর্দান্ত পছন্দের ভেরিয়েন্ট Grand Vitara Alpha AT DT। FWD ড্রাইভের ধরণ এবং স্থিতিশীল উচ্চ-গতির রাইড এবং একটি লিনিয়ার পাওয়ার ডেলিভারি দেয়। সাথে যারা টেক পছন্দ করেন তাদের জন্যও একগুচ্ছ ফিচারস অফার করে maruti Suzuki এর গাড়িটি। AWD এর অতিরিক্ত সুবিধা সহ, বিভিন্ন স্থানে আরও ভাল ট্র্যাকশন কন্ট্রোলের সাথে আসে।  

Hyundai Creta SX Opt IVT
শক্তিশালী CVT ট্রান্সমিশনের সাথে আসে Creta SX Opt IVT। দারুণ শক্তিশালী এবং উন্নত টর্কের সাথে দমদার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। পারিবারিক গাড়ির ক্ষেত্রেও Creta বেশ দারুণ গাড়ি রূপে প্রতিপন্ন হয়। Kia Seltos এবং MG Astor-এর সাথে Creta- বেশ দারুণ ফিচারস অফার করে। 18 লাখের বাজেটে সেরা গাড়ির একটি Creta। 

নিচে সম্পূর্ন ফিচারসের তালিকা দেখে নিন

Features Hyundai Creta SX Opt Diesel Maruti Suzuki Grand Vitara Alpha AWD DT Hyundai Creta SX Opt Knight IVT
Cylinders Number 4 4 4
Acceleration (0-60 km/h) Moderate Moderate Moderate
Agility Moderate Moderate Moderate
Audio System (Brand) Bose Arkamys Bose
Body Roll Minimal Moderate Minimal
Drive Type (AWD/RWD/FWD/4WD) FWD AWD FWD
Engine – displacement (cc) 1493 1462 1497
Engine – Fuel type Diesel Petrol Petrol
Engine – power (BHP) 113.45 101.64 113.18
Engine – Torque (Nm) 250 136.8 143.8
Ground clearance (mm) Moderate Moderate Moderate
High-Speed Stability Stable Stable Stable
Power delivery Linear Linear Linear
Power Steering Yes Yes Yes
Top Speed (km/h) 190 180 190
Transmission – # of gears 6 5 6
Transmission – Auto Type None None CVT
Turbo lag Minimal Not Relevant Minimal

 

Back to top button