Read In
Whatsapp
Car News

একসাথে একগুচ্ছ অফার নিয়ে হাজির Citroen, C3 থেকে C5 গাড়ির ওপর মিলবে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড়

ভারতের বাজারে বেশ কিছু সময় ধরেই উপস্থিত রয়েছে ফরাসি গাড়ি নির্মাতা Citroen। ভারতে মূলত লো এন্ড সেগমেন্টেই অপারেশন চালায় তারা। C3 Hatchback, C3 Aircross SUV সহ C5 Aircross, এই তিনটি গাড়িই বিক্রি করে ব্র্যান্ডটি। এছাড়া C3X নামের একটি সেডানের পরীক্ষা চালাচ্ছে কোম্পানি। নতুন বছরের আগে স্টক খালি করতে একগুচ্ছ অফার দিয়েছে ব্র্যান্ড। চলুন দেখে নেওয়া যাক সেটাই।

ভারতীয় বাজারে অনেক পরে এসেছে Citroen। স্বাভাবিক ভাবেই কোম্পানির গ্রাহকসংখ্যাও বেশ কম। কিন্তু বাজারে নিজেদের আরো শক্তিশালী করার জন্য বড়সড় অফার নিয়ে এসেছে কোম্পানি। একেবারে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ঘোষণা করেছে কোম্পানি। আর এই অফার পাওয়া যাচ্ছে Citroen C3 হ্যাচব্যাক এবং C3 এয়ারক্রস এসইউভি সহ C5 এয়ারক্রস এসইউভি এর ওপর।

Citroen C3 এয়ারক্রস
দাম- 9.99 লক্ষ টাকা থেকে 12.54 লক্ষ টাকা

Citroen C3 Aircross-এর জন্য 1.5 লক্ষ টাকা পর্যন্ত সুবিধা দিচ্ছে কোম্পানি। সাথে 5 বছর পর্যন্ত ওয়ারেন্টিও মিলবে গাড়িতে। উল্লেখ্য, এই গাড়িতে 1.2-লিটার Gen3 টার্বো-পেট্রোল ইঞ্জিন দ্বারা রয়েছে। এই ইঞ্জিনটি 5,500rpm-এ 108bhp শক্তি এবং 1,750rpm-এ 190 Nm টর্ক উত্পাদন করে৷ গাড়িটির একটি ARAI-প্রত্যয়িত জ্বালানি দক্ষতা রেটিং 18.5km/l।

Citroen C3
দাম – 6.12 লক্ষ টাকা থেকে 8.92 লক্ষ টাকা

SUV ভেরিয়েন্ট গুলোর মত C3 হ্যাচব্যাকেও 1.5 লাখ টাকা পর্যন্ত ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এখানেও পাঁচ বছরের ওয়ারেন্টি পাওয়া যাচ্ছে। গাড়িটি দুইটি ইঞ্জিন বিকল্পের সাথে আসে। 5-গতির ম্যানুয়াল গিয়ারবক্স সহ একটি 1.2-লিটার, তিন-সিলিন্ডার NA ইঞ্জিন 3,750rpm-এ 115Nm টর্ক এবং 5,750rpm-এ 81bhp শক্তি উৎপন্ন করে৷ এই ইঞ্জিনটি মোট 19.8 km/l জ্বালানী দক্ষতা দেয়। অন্য ইঞ্জিনটি হল 1.2-লিটার টার্বোচার্জড ইউনিট যার সেটি 190Nm পিক টর্ক সহ 108bhp শক্তি উৎপন্ন করে৷

Citroen C5 Aircross
দাম – 36.91 লক্ষ টাকা থেকে 37.67 লক্ষ টাকা

ভারতের বাজারে কোম্পানির ফ্ল্যাগশিপ মডেল C5 এয়ারক্রস। এই গাড়িতে 2 লক্ষ টাকা পর্যন্ত ছাড় সহ একাধিক অফার রয়েছে। তবে এই অফার কেবল 30 নভেম্বর পর্যন্তই বৈধ। C5 Aircross গাড়িতে 2.0-লিটার ডিজেল ইঞ্জিন রয়েছে যা 400Nm পিক টর্ক এবং 174bhp সর্বোচ্চ শক্তি তৈরি করে।

Back to top button