Read In
Whatsapp
Car News

25 হাজার টাকায় বুক করে নিন নতুন Honda Elevate, ফিচারস দেখেই ফিদা হয়ে যাবেন

ভারতের বাজারে সেলসের রেকর্ড জানাচ্ছে মোট যাত্রীবাহী গাড়ির 50% এরও বেশি শুধু SUV সেগমেন্টেই বিক্রি হয়েছে। আর তাই বাজারে উপস্থিত সমস্ত কোম্পানি নতুন নতুন SUV নিয়ে হাজির হচ্ছে। এদিকে বহু সময় পর Honda Motors তাদের SUV এনেছে বাজারে। নতুন Elevate গাড়ির মাধ্যমে প্রতিযোগীদের দারুণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে হোন্ডা মোটরস। কিন্তু কেমন হয়েছে Elevate গাড়িটি, দেখে নিন বিশদে।

ইঞ্জিন ও মাইলেজ : Honda Elevate SUV তে 1.5 লিটার পেট্রোল ইঞ্জিনের সাথে আসে। বাজার চলতি অন্যান্য গাড়ির থেকে Elevate এর ইঞ্জিন অনেকখানি আলাদা। 119.35 Bhp শক্তির সাথে 145 Nm টর্ক তৈরী করতে পারে Elevate গাড়িটি। Honda Elevate SUV টির ম্যানুয়াল ভার্সনে 15.31 কিলোমিটার এবং অটোমেটিক ভার্সনে 16.92 কিলোমিটার জ্বালানি দিতে পারে।

কবে আসছে বাজারে : খবর অনুযায়ী 4 সেপ্টেম্বর ভারতে লঞ্চ হবে হন্ডা এলিভেট।

ফিচারস : 10.25 ইঞ্চি টাচস্ক্রিন, 6টি এয়ারব্যাগ, সিঙ্গেল পেন সানরুফ, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS), সফট-টাচ ড্যাশবোর্ড, ডুয়াল টোন থিম ইত্যাদি সুবিধা মিলবে। 220 mm এর গ্রাউন্ড ক্লিয়ারেন্সও পেয়ে যাবেন। ভারতে মোট 4টি ভেরিয়েন্টের আসবে গাড়িটি।

দাম : দাম সম্পর্কে এখনই নিশ্চিতভাবে কিছু বলা না গেলেও রিপোর্ট অনুযায়ী, ভারতে হন্ডা এলিভেটের এক্স শোরুম দাম হতে পারে 11 লাখ টাকার আশেপাশে। আপনি 25 হাজার টাকায় বুক করতে পারেন এই Elevate। মোট 4 টি ভেরিয়েন্ট SV, V, VX এবং ZX এ বিক্রি করবে। যে দামে এবং যে সেগমেন্টে গাড়িটি আসছে সেটি হুন্ডাই ক্রেটা, মারুতি ভিটারা, টয়োটা হাইরাইডার, কিয়া সেল্টোস সহ একাধিক গাড়ির সাথে প্রতিযোগীতায় নামবে।

Back to top button